• ৪ শতাংশ ডিএ বাড়ল রাজ্য সরকারের কর্মীদের, এপ্রিল থেকেই ১৮ শতাংশ মহার্ঘ ভাতা
    এই সময় | ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • রাজ্য সরকারি কর্মীদের জন্য বাজেটে সুখবর। বাড়ল ডিএ (মহার্ঘ ভাতা)। বুধবার ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেটে ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। রাজ্যের কয়েক লক্ষ সরকারি কর্মী ও পেনশনভোগী এই সুবিধা পাবেন। ১ এপ্রিল ২০২৫ থেকে এই বর্ধিত ডিএ কার্যকর হবে। স্বভাবতই এই ঘোষণায় সরকারি কর্মীদের মধ্যে খুশির হাওয়া। এই ঘোষণার পর রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বেড়ে হলো ১৮ শতাংশ। এই ঘোষণা নিঃসন্দেহে স্বস্তির। তবে বাজেটে ৪ শতাংশ ডিএ বৃদ্ধির পর কেন্দ্র ও রাজ্য সরকারের কর্মীদের মধ্যে ডিএ-এর ফারাক দাঁড়াবে ৩৫ শতাংশে।

    উল্লেখ্য, ২০২৩ সালে সরকারি কর্মীদের জন্য ৪ শতাংশ DA ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেড় মাসের মাথায় ফের বাজেটে ৪ শতাংশ DA-র ঘোষণা করা হয়। তার পর থেকে সরকারি কর্মীরা মোট ১৪ শতাংশ হারে DA পাচ্ছিলেন। যা এই এপ্রিল থেকে বেড়ে হবে ১৮ শতাংশ।

    রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কর্মচারিদের ডিএ-এর মধ্যে প্রায় ৩৯ শতাংশের ফারাক ছিল এতদিন। কারণ কেন্দ্রীয় সরকারের কর্মীরা বর্তমানে ৫৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পান। এ বার রাজ্য ও কেন্দ্রের কর্মীদের ডিএ-এর ফারাক কমে দাঁড়াল ৩৫ শতাংশে।

    রাজ্যের এই সিদ্ধান্তে উপকৃত হবেন, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির শিক্ষক-অশিক্ষক কর্মী, পুরসভা, পঞ্চায়েতের কর্মী এবং পেনশন প্রাপক-সহ রাজ্যের সব সরকারি কর্মী। গত বছর বাজেটের পর আর ডিএ বৃদ্ধির পথে হাঁটেনি নবান্ন। এক বছর পর এই ঘোষণায় খুশি সরকারি কর্মীরা।

    কর্মচারী সংগঠনগুলির দাবি নিয়ে দীর্ঘদিন ধরে ডিএ মামলা আদালতে রয়েছে। কলকাতা হাইকোর্টে মামলার রায় কর্মচারীদের পক্ষে গেলেও, সুপ্রিম কোর্টে তার ফয়সালা হয়নি এখনও। এরই মধ্যে বাজেটে বড় চমক।

  • Link to this news (এই সময়)