এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে চাকরি গিয়েছিল রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন তিনি। কিন্তু সেখানেও ধাক্কা খেলেন অঙ্কিতা। সুপ্রিম কোর্টে খারিজ হলো তাঁর মামলা।
উল্লেখ্য, অঙ্কিতা অধিকারীর বিরুদ্ধে বেআইনিভাবে চাকরি পাওয়ার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ববিতা সরকার। তাঁর অভিযোগ ছিল, বাবা মন্ত্রী বলে কম নম্বর পেয়েও স্কুলের শিক্ষিকার চাকরি পেয়েছেন অঙ্কিতা। নিয়োগ প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তোলেন তিনি। এই মামলায় তৎকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছিলেন। পাশাপাশি যে পরিমাণ বেতন শিক্ষিকা হিসেবে অঙ্কিতা নিয়েছিলেন, তা ফিরিয়ে দিতেও নির্দেশ দেয় আদালত। সেই চাকরি প্রথমে পেয়েছিলেন মামলাকারী ববিতা। পরে অন্য একটি মামলায় ববিতার চাকরি পান অনামিকা রায়।
হাইকোর্টের চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন অঙ্কিতা। কিন্তু সেখানে ধাক্কা খেলেন তিনি। উল্লেখ্য, ২০২২ সালে এই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এর পর রাজ্য রাজনীতিতে বিস্তর বদল এসেছে। প্রাক্তন বিচারপতি গঙ্গোপাধ্যায় যোগদান করেছেন রাজনীতিতে। তিনি বর্তমানে তমলুক কেন্দ্রের বিজেপি সাংসদ। তাঁর রাজনীতিতে যোগদান নিয়ে গোটা রাজ্যে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। অন্যদিকে, রাজ্যের মন্ত্রিসভা থেকে বাদ পড়েছেন পরেশ অধিকারী। গত বছর জুলাই মাসে রাজনীতিতে পা রেখেছিলেন অঙ্কিতাও। যদিও রাজনৈতিক প্রচার ময়দানে সে ভাবে বিশেষ দেখা যেত না তাঁকে।