• বাইক চালিয়ে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে মাধ্যমিক পরীক্ষার্থী, ভর্তি হাসপাতালে ...
    আজকাল | ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • অরিন্দম মুখার্জী: পুরুলিয়ায় আবারও এক মাধ্যমিক প্রার্থী দুর্ঘটনার কবলে পড়ল। মঙ্গলবার পুরুলিয়ার জয়পুর এলাকার পরীক্ষার্থী রামপ্রসাদ মাহাতো বাইক চালিয়ে পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিল। যাওয়ার পথেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ধাক্কা মারে অন্য একটি বাইকে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন সে। 

    জানা গেছে, রামপ্রসাদ শ্রীরামপুর হাই স্কুলের ছাত্র। পুরুলিয়ার জয়পুর আরডিবি উচ্চ বিদ্যালয়ে ছিল তার পরীক্ষার কেন্দ্র। গতকাল নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি বাইকে ধাক্কা মেরেই ছিটকে সে পড়ে যায়। এলাকাবাসীরা ছুটে আসেন তাকে উদ্ধার করতে। দ্রুত তাকে পুরুলিয়া জয়পুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে স্বাস্থ্য পরীক্ষা করে তাকে পুরুলিয়া দেবেন মাহাতো মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন চিকিৎসকরা। 

    পুরুলিয়ার জেলা শিক্ষা দপ্তর, মাধ্যমিক মনিটরিং সদস্যদের এবং পুরুলিয়া জেলার পুলিশের সাহায্যে পরীক্ষার্থীকে দেবেন মাহাতো মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়। হাসপাতালের মধ্যে পরীক্ষার সবরকম ব্যবস্থা করে দেয় প্রশাসন। তার যাতে অসুবিধা না হয়, সেই জন্য পুরুলিয়ার জেলা শিক্ষা দপ্তর, মাধ্যমিক মনিটরিং টিম এবং জেলা পুলিশ সব রকমের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। 

    পরীক্ষার্থী রামপ্রসাদ মাহাতো জানিয়েছেন, 'জেলা প্রশাসনের সাহায্যে দুর্ঘটনার পরেও সুষ্ঠুভাবে হাসপাতালে বসে পরীক্ষা দিতে পেরেছি। ভাল পরীক্ষা দিয়েছি। আশা করি পরীক্ষার ফলাফল ভাল হবে।'
  • Link to this news (আজকাল)