ইংরেজি পরীক্ষা ভালো হয়নি, বিষ খেয়ে আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী...
আজকাল | ১২ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বাসন্তী থানার সজনেতলা গ্রামের মাধ্যমিক পরীক্ষার্থী এক ছাত্রী বিষ খেয়ে আত্মঘাতী হয়েছে বলে জানায় তার পরিবার। জানা গিয়েছে, মঙ্গলবার বাবার সঙ্গে মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছিল সে। পরীক্ষার শেষে বাড়িও ফেরে। এরপর বাড়িতে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর যে যার মতো কাজে বেরিয়ে যায়।
কিছুক্ষণ পর পরিবারের অন্যান্য সদস্যরা দেখতে পান ওই ছাত্রী বমি করছে। তাকে জিজ্ঞাসা করলে সে জানায় ইঁদুর মারার বিষ খেয়েছে। পরিবারের এক সদস্য জানিয়েছেন, মঙ্গলবার ইংরাজি পরীক্ষা ছিল। সেই পরীক্ষা ভালো হয়নি। সেজন্যই সে ইঁদুর মারার বিষ খেয়েছে বলে তাঁদের জানিয়েছে। তাকে বাসন্তী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন ছিল ওই ছাত্রী। বুধবার সকালে অবস্থার অবনতি হলে তাকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই মৃত্যু হয় বলে জানায় তার পরিবার। বাসন্তী থানার পুলিশ দেহ ময়না তদন্তের জন্য নিয়ে যায়। এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে আসে।