• লক্ষ লক্ষ টাকা নিয়ে বেপাত্তা রেখা পাত্রের ছায়াসঙ্গী বিজেপির শিক্ষক নেতা, প্রতারিতদের বিক্ষোভ...
    আজকাল | ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে বেপাত্তা বিজেপির শিক্ষক নেতা। প্রতারিত মহিলারা টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ দেখালেন। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি ২ নম্বর ব্লকের খুলনা গ্রামে। অভিযুক্ত বিজেপি নেতার নাম ভবতোষ দাস। তিনি দুলদুলি হাই স্কুলের শিক্ষক। গত লোকসভা নির্বাচনের সময় থেকে তিনি বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রের ছায়াসঙ্গী ছিলেন। 

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভবতোষ দাসের বাড়ি, সন্দেশখালি দু'নম্বর ব্লকের খুলনা গ্রামে। গত বছর লোকসভা নির্বাচনের আগে থেকে গোটা সন্দেশখালি উত্তপ্ত হয়ে ওঠে। মহিলাদের প্রতিবাদ আন্দোলনের মুখ ছিলেন রেখা পাত্র। ওই আন্দোলনে দেখা গিয়েছিল ভবতোষকেও। স্থানীয় দুলদুলি হাই স্কুলের শিক্ষক হিসেবে পরিচিত থাকায় খুব সহজেই সেই আন্দোলনও সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়ে উঠেছিল।

    অভিযোগ, মোটা টাকা সুদের প্রলোভন দিয়ে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাছ থেকে ভবতোষ লক্ষ লক্ষ টাকা তুলেছেন। বছর ঘুরলে সেই টাকা ফেরত দেওয়ার কথা ছিল। আমানতের মেয়াদ শেষ হওয়ার পর গ্রামের মহিলারা তাঁর কাছে টাকা চাইতে যান। অভিযোগ, বিভিন্ন অছিলয় তাঁদের তিনি ফিরিয়ে দিচ্ছিলেন। টাকা ফেরতের জন্য তিনি দিনের পর দিন দিতে থাকেন। অবশেষে গ্রামের প্রতারিত মহিলারা ভবতোষের বিরুদ্ধে জোটবদ্ধ হতে থাকেন। অভিযোগ, ভবতোষ তখন তাদের পুলিশের ভয় দেখাতে থাকেন। 

    তারই মধ্যে আচমকা গত সপ্তাহ থেকে ভবতোষ ও তাঁর স্ত্রী বেপাত্তা হয়ে গিয়েছেন। বাড়িতে ঝুলছে তালা। টাকা ফেরতের দাবিতে বুধবার গ্রামের মহিলারা হাতে প্ল্যাকার্ড নিয়ে ওই বিজেপি নেতার বাড়ির সামনে বিক্ষোভ দেখান। তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্য বিষ্ণুপদ প্রামাণিক বলেন, 'সন্দেশখালি আন্দোলনে ভবতোষ অন্যতম মুখ হয়ে উঠেছিলেন। গত লোকসভা নির্বাচনের সময় বিজেপি প্রার্থী রেখা পাত্রের ছায়াসঙ্গী ছিলেন। পরে আমরা জানতে পারলাম, নানা প্রলোভন দিয়ে তিনি গ্রামের মহিলাদের লক্ষ লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছেন। আমরা চাই, পুলিশ ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিক।' 

    অভিযুক্ত ভবতোষ দাসের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তাঁর ভাই বলরাম দাস বলেন, 'ঠিক কী ঘটনা ঘটেছে, আমি ভিতরের বিষয়বস্তু জানি না। তাই আমি বিশেষ কিছু বলতে পারব না।' বিজেপির রাজ্য কমিটির নেতা রতিকান্ত ঢালি বলেন, 'ভবতোষ স্কুলে শিক্ষকতা করেন। তিনি আমাদের দলের কেউ নন। রেখা পাত্রের সঙ্গে থাকতেন কিনা আমি বলতে পারব না। তাঁর স্ত্রী তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য। তৃণমূল আসলে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করার জন্যই এসব অভিযোগ তুলছে।'
  • Link to this news (আজকাল)