একসঙ্গে পাঁচ ভুয়ো চিকিৎসককে আটক গ্রামবাসীদের! তদন্তে পুলিশ
আজকাল | ১২ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: কোচবিহারের সিতাইয়ে ভুয়ো ডাক্তার সন্দেহে গ্রামবাসীর হাতে আটক পাঁচজন। ঘটনাটি ঘটেছে সিতাইয়ের মোড়ভাঙ্গা আদাবাড়ি গ্রামের মধুকুড়া এলাকায়। খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়রা ভিড় জমাতে শুরু করেন। আসে সিতাই থানার পুলিশ। পরে আটক পাঁচজনকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তারা পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সিতাইয়ের মোড়ভাঙ্গা আদাবাড়ি গ্রামের মধুকুড়া এলাকায় প্রচার করা হয় মাত্র ৫০টাকা ভিজিটে বেঙ্গালুরুর চিকিৎসককে দেখানোর সুযোগ রয়েছে। সেই অনুযায়ী এলাকার মানুষ প্রচার গাড়িতে ৫০টাকা ভিজিট দিয়ে নাম লেখান। তারপর শোনা যায়, তারা এক একজনের থেকে ভিজিট হিসেবে এক একরকম টাকা নিয়েছে। সেইসঙ্গে জানিয়েছে, স্বাস্থ্য পরীক্ষার জন্য উন্নত যন্ত্রপাতিও থাকবে। এভাবে কয়েকশ মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগ। বিষয়টি দেখে অনেকের সন্দেহ হয়। শেষপর্যন্ত গ্রামবাসীরা গিয়ে দেখেন অত্যাধুনিক চিকিৎসার জন্য কোনও যন্ত্রপাতি নেই। নেই কোনও বেঙ্গালুরু ফেরত চিকিৎসক।
ভিজিট দিয়ে প্রতারিত হয়েছেন বুঝতে পেরে ক্ষুব্ধ হয়ে ওঠেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে ভুয়ো ডাক্তার সন্দেহে এক মহিলা-সহ পাঁচজনকে আটক করা হয়। পরে পুলিশে খবর দেওয়া হলে, তারা এসে উত্তেজিত জনতার থেকে অভিযুক্তদের উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামী দীপক কুমার দাস জানান, 'ঘটনার আগের দিন গ্রামে প্রচার করেছিল বেঙ্গালুরু থেকে চিকিৎসক আসবেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য উন্নত যন্ত্রপাতিও থাকবে। সেই হিসেবে অগ্রিম ভিজিট বাবদ লোকজন ৫০ টাকা করেও দিয়েছিলেন। কিন্তু বুধবার তাদের কথামতো সেখানে সেরকম কিছুই ছিল না। জানতে পারা গিয়েছে, ভিজিট বাবদ এরা একজনের থেকে এক একরকম ভাবে টাকা নিয়েছে। খবর পেয়ে আমি সেখানে যাই এবং সন্দেহজনক হওয়ায় পুলিশে খবর দিয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।'