কুম্ভ থেকে ফেরার পথে দুর্ঘটনা, তৃণমূল পঞ্চায়েত সদস্যর স্ত্রী সহ মৃত দুই, আহত চার...
আজকাল | ১২ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: মহাকুম্ভ থেকে ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত রাজ্যের দুই বাসিন্দা। আহত আরও চার। জানা গেছে, পূণ্যলাভের আশায় দেগঙ্গা থেকে মহাকুম্ভে গিয়েছিলেন তৃণমূল নেতা ঊজ্জ্বল দাস, তাঁর স্ত্রী জিতু দাস সহ আরও অনেকে। গাড়ি ভাড়া করে মহাকুম্ভে স্নানে যান তাঁরা। সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে তাদের গাড়ি। মৃত্যু হয় গাড়িতে থাকা দু’জনের। গুরুতর আহত হন আরও চার জন। বিহারের সাসারাম এলাকায় দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে মৃতদের নাম লক্ষ্মী চক্রবর্তী ও জিতু দাস। দেগঙ্গার বাসিন্দা দু’জনেই। জিতু স্থানীয় গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য উজ্জ্বল দাসের স্ত্রী। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের ৮ তারিখ সকালে একটি গাড়িতে করে ৮ জন উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কুম্ভ স্নানে গিয়েছিলেন। প্রয়াগরাজে কুম্ভ স্নান সেরে তাঁরা গিয়েছিলেন অযোধ্যায়। সেখান থেকে বাড়ি ফেরার সময় বুধবার ভোররাতে বিহারের সাসারাম এলাকায় উল্টো দিক থেকে আসা একটি ট্রাক তাদের গাড়িতে ধাক্কা মারে। সকালে দেগঙ্গায় পরিবারের কাছে খবর আসে দুর্ঘটনায় গাড়িতে থাকা পঞ্চায়েত সদস্য উজ্জ্বল দাসের স্ত্রী জিতু দাস ও কলাপোলা গ্রামের লক্ষ্মী চক্রবর্তীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন গাড়িতে থাকা আরও চারজন। তার মধ্যে ঊজ্জ্বল ও রঞ্জন দাসের অবস্থা গুরুতর। স্থানীয় হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।
জিতু দাসের মা শিপ্রা মহাজন বলেন, ‘খুব আনন্দ করতে করতে ওরা কুম্ভে গিয়েছিল। সেখানে স্নান করে রাতে অযোধ্যায় গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।’