স্কুলের সামনেই রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় মৃত বিশেষ চাহিদাসম্পন্ন ছাত্রী...
আজকাল | ১২ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: স্কুলের সামনেই রাস্তা পার হতে গিয়ে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বিশেষ চাহিদাসম্পন্ন চতুর্থ শ্রেণির এক ছাত্রীর। বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার গাইঘাটায়। মৃতা সঞ্জিতা মণ্ডল মূক ও বধির এবং সে গাইঘাটার বিষ্ণুপুর ফরিদকাঠি নিম্ন বুনিয়াদি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্রী বলে জানা গিয়েছে। ঘাতক গাড়িটি আটক করে চালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বাড়ি থেকে এক সহপাঠীর মায়ের স্কুটি চেপে স্কুলে আসে ওই ছাত্রী। স্কুলের সামনে গাড়ি থেকে নেমে যখন সে রাস্তা পার হচ্ছিল তখনই মুরগি বোঝাই একটি মালবাহী গাড়ি তাকে ধাক্কা মারে। গুরুতর আহত ওই ছাত্রীকে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়াদের অভিভাবক ও স্থানীয়রা। গৌর বিশ্বাস নামে এক অভিভাবক বলেন, ওই এলাকায় পাশাপাশি তিনটি স্কুল আছে। সেখানে পড়ুয়াদের সংখ্যাও যথেষ্ট। অথচ স্কুলের সামনে যানবাহন নিয়ন্ত্রণ বা অন্য কোনও সমস্যা সমাধানের জন্য একজন পুলিশ কর্মীকেও মোতায়েন করা হয়নি। দাবি করা হচ্ছে এখনই পুলিশ মোতায়েন করা হোক। একই দাবি তুলেছেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক সুবিমল সরকার। এর পাশাপাশি এদিন সকালে গাইঘাটার উত্তর বাগনায় এক বাইক আরোহীর পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।