• ডিএ বাড়ল রাজ্য সরকারি কর্মচারীদের, কত শতাংশ বাড়ল দেখে নিন একঝলকে...
    আজকাল | ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: রাজ্য বাজেটে মহার্ঘ্য ভাতা বা ডিএ নিয়ে বড় ঘোষণা করা হল। আগে থেকেই এবারের বাজেটে ডিএ বাড়বে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছিল। সেইমতো রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের ডিএ বাড়ল ৪ শতাংশ। এদিন রাজ্য বিধানসভায় বাজেট পেশ করেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানেই তিনি বর্ধিত ডিএ নিয়ে ঘোষণা করেন। ১ এপ্রিল ২০২৫ থেকে এই বর্ধিত ডিএ কার্যকর করা হল। 

    বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ১৪ শতাংশ করে মহার্ঘ ভাতা পাচ্ছিলেন। সেখানে থেকে ডিএ বৃদ্ধির ফলে সরকারি কর্মচারীদের অনেকটাই বেশি সুবিধা হল। তারা এবার থেকে ১৮ শতাংশ করে পাবেন। রাজ্য সরকারি কর্মচারীরা আগে থেকেই বাজেটে ডিএ নিয়ে আশাবাদী ছিলেন আপাতত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের ডিএ-র ফারাক হল ৩৫ শতাংশ। সেটা পুরোটা দেওয়ার দাবি বহুদিন ধরেই জানিয়ে আসছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। এই নিয়ে বহুদিন ধরে চলেছে বহু আন্দোলন। তবে এবার তাদের সকলের মুখে হাসি ফুটল।

    ২০২৬ সালে রাজ্যে বিধানসভা ভোট। সেই হিসাবে এই বাজেট রাজ্য সরকারের পূর্ণাঙ্গ বাজেট। ২০২৬ সালে হবে ভোট অন অ্যাকাউন্ট। বিধানসভায় এদিন উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এছাড়াও ছিলেন আর্থিক উপদেষ্টা অমিত মিত্র। জাতীয় স্তরে যেখানে বেকারত্বের হার ৯.০৫ শতাংশ। সেখানে বাংলায় বেকারত্বের হার ৩ শতাংশ কম। এর পিছনে রয়েছে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প ক্ষেত্রে। 

    তবে সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে বহুদিন ধরেই চিন্তাভাবনা করছিল রাজ্য সরকার। সেইমতো চলতি বাজেটে রাজ্য সরকারি কর্মচারীদের মুখে ফুটল হাসি। ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে ৪ শতাংশ ডিএ বাড়ানোর প্রস্তাব দিল রাজ্য সরকার।  
  • Link to this news (আজকাল)