• ডিএ বাড়ল সরকারি কর্মচারীদের, স্বাগত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের
    আজকাল | ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বেড়েছে মহার্ঘ্য ভাতা। খুশি তৃণমূল সমর্থিত রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন। অন্যদিকে সমালোচনায় মুখর সিপিএমের সরকারি কর্মচারী সংগঠন কো–অর্ডিনেশন কমিটি এবং বিজেপির সরকারি কর্মচারী পরিষদ। 

    বুধবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ করতে গিয়ে অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্য সরকারি কর্মচারীদের ৪ শতাংশ ডিএ বা মহার্ঘ্য ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করেন। আগামী ১ এপ্রিল থেকে এই ভাতা বাড়বে বলে ঘোষণা করা হয়। যার ফলে এই মুহূর্তে রাজ্য সরকারের কর্মচারীদের ভাতা ১৪ শতাংশ থেকে বেড়ে ১৮ শতাংশ হল। 

    রাজ্য সরকারের এই ঘোষণার পর রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক বলেন, ‘‌ধন্যবাদ জানাই আমাদের দরদি মুখ্যমন্ত্রীকে। গোটা দেশের মধ্যে বাংলার সরকারি কর্মচারীরা যা সুবিধা পান তা অন্য কোনও রাজ্যের সরকারি কর্মচারীরা পান না। কেন্দ্রের আর্থিক বঞ্চনা থাকা সত্ত্বেও তিনি প্রতিবছর ডিএ বা মহার্ঘ্য ভাতা দিয়ে চলেছেন। তাঁর এই মানবিক পদক্ষেপের জন্য যেমন কর্মরত সরকারি কর্মীরা উপকৃত হবেন তেমনি উপকৃত হবেন পেনশনভোগীরাও।’‌ 

    যদিও বাজেটে ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণাকে তাদের আন্দোলনের জয় বলেই দেখছে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি। কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেন, ‘‌ডিএ নিয়ে আমরা দীর্ঘদিন ধরেই আন্দোলন করছি। সেই আন্দোলনের চাপেই রাজ্য সরকার শেষপর্যন্ত ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করলেন। যদিও কেন্দ্রের সঙ্গে এখনও বিরাট তফাৎ। এই বাজেটে কর্মসংস্থানের কোনও উল্লেখ নেই। আমরা আগামী ১৮ ফেব্রুয়ারি গোটা রাজ্য জুড়ে বাজেটের বিরুদ্ধে পথে নামব।’‌ 

    রাজ্য বিজেপির সরকারি কর্মচারীদের সংগঠন সরকারি কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক জয়দীপ ভট্টাচার্য বলেন, ‘‌কেন্দ্রের সঙ্গে এখনও আমাদের বিরাট তফাৎ রয়েছে। আমরা দপ্তরে দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করব।’‌ 

    ফাইল ছবি

     
  • Link to this news (আজকাল)