• টোটো চালকদের নিয়ে কড়া প্রশাসন, বড় নির্দেশিকা দিল পুলিশ
    আজ তক | ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • নিউটাউনে কিশোরী ধর্ষণ ও হত্যার ঘটনায় এক টোটো চালকের গ্রেফতারির পর বিধাননগর কমিশনারেট দ্রুত ব্যবস্থা নিয়েছে। এবার থেকে টোটো চালকদের সমস্ত তথ্য পুলিশের কাছে নথিভুক্ত করতে হবে, যা পুলিশ ভেরিফিকেশনের পর অনুমোদিত হলে তবেই তারা রাস্তায় টোটো চালাতে পারবেন।

    নতুন নিয়মাবলি
    ১. টোটো চালকদের নাম, ঠিকানা ও পরিচয় সংক্রান্ত সমস্ত তথ্য সংশ্লিষ্ট থানায় জমা দিতে হবে।

    ২. পুলিশ ভেরিফিকেশনের পর ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাওয়া গেলে তবেই টোটো চালানোর অনুমতি মিলবে।

    ৩. রাজ্য পুলিশের ওয়েবসাইট (www.pcc.wb.gov.in)-এ চালকদের আধার কার্ড, ইমেল আইডি-সহ যাবতীয় তথ্য অনলাইনে নথিভুক্ত করতে হবে।

    ৪. রিক্সাচালকদের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর করা হচ্ছে, কারণ বিধাননগর এলাকায় প্রতিদিন প্রায় ১০-১২ হাজার রিকশা চলাচল করে এবং এতদিন পর্যন্ত পুলিশের কাছে এদের কোনও তথ্য সংরক্ষিত ছিল না।


    নিউটাউন কাণ্ডের পর সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। জানা গেছে, বেশিরভাগ রিক্সা ও টোটো চালকই ভিনরাজ্য থেকে আসা শ্রমিক, ফলে তাদের পরিচয় যাচাই না করা হলে অপরাধমূলক কার্যকলাপে জড়িত হওয়ার ঝুঁকি থেকে যায়। এই নির্দেশিকার ফলে ভবিষ্যতে এমন অপরাধ ঠেকানো সহজ হবে বলে মনে করছেন প্রশাসনিক কর্তারা।

    গত শুক্রবার নিউটাউনের একটি জঙ্গল এলাকা থেকে এক কিশোরীর অর্ধনগ্ন দেহ উদ্ধার করা হয়। পুলিশের তদন্তে উঠে আসে টোটো চালক তাকে যৌন হেনস্থা করার পর খুন করে দেহ ফেলে দেয়। রবিবার অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

    ওয়াকিবহাল মহলের মতে, এই নৃশংস ঘটনার পরই বিধাননগর পুলিশ কমিশনারেট দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে। নতুন নিয়ম কার্যকর হলে পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আসবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা আরও জোরদার হবে।


     
  • Link to this news (আজ তক)