রাজ্যের ৪% ডিএ ঘোষণা, তাও কেন ক্ষোভ? জটিল হিসেব বুঝুন সহজে
আজ তক | ১২ ফেব্রুয়ারি ২০২৫
২০২৬ সালের বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। প্রত্যাশা ছিল, এই বাজেটে বাড়তে পারে রাজ্য সরকারি কর্মীদের ডিএ (West Bengal Dearness Allowance)। সেই প্রত্যাশা পূরণ করল রাজ্য সরকার। রাজ্য বাজেটে (West Bengal Budget 2025) ৪ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা করলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তা আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হতে চলেছে।
দীর্ঘদিন ধরেই মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারি কর্মচারী ও রাজ্য সরকারের মধ্যে চলছে টানাপোড়েন। রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ চাইছেন। প্রায় ১০ বছর ধরে ডিএ মামলা বিচারাধীন আদালতে। কলকাতা হাইকোর্ট কর্মচারীদের পক্ষে রায় দিয়েছিল। বর্তমানে ওই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন। তার নিষ্পত্তি এখনও হয়নি। রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের দাবি, মহার্ঘ ভাতা না দিয়ে বঞ্চিত করা হচ্ছে তাঁদের। ডিএ বৃদ্ধির পর আন্দোলনরত সরকারি কর্মচারী সংগঠনের দাবি, এখনও কেন্দ্রের সঙ্গে বিরাট ফারাক রয়ে গিয়েছে। যা ৩৫ শতাংশ।
এখন কত ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা? (How Much DA West Bengal Govt Employees Get)
গত অর্থবর্ষে (২০২৪-২৫) ৪ শতাংশ ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তার আগে জানুয়ারি থেকে ডিএ বেড়েছিল ৪%। ফলে ওই বছরে দু-দুবার বেড়েছিল মহার্ঘ ভাতা। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে হয়েছিল ১৪ শতাংশ। সেটাই এবার হল ১৮ শতাশ।
কেন্দ্রের সঙ্গে ফারাক কত হল? (West Bengal DA And Centre DA Difference)
প্রণিধানযোগ্য, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বাড়ে বছরে দু'বার। মহার্ঘ ভাতা বাড়তে বাড়তে পৌঁছেছে ৫৩ শতাংশে। রাজ্য সরকারি কর্মচারীরা পাবেন ১৮ শতাংশ ডিএ। ফলে ফারাক কমে হল - ৩৫ শতাংশ (৫৩%-১৮%)।
ডিএ-র হিসেব সহজ ভাষায় (West Bengal DA Calculation)
- ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা চন্দ্রিমার। ১ এপ্রিল থেকে কার্যকর।
- বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা পান ১৪ শতাংশ ডিএ।
- সরকারি কর্মীরা মূল বেতনের উপর ১ এপ্রিল থেকে পাবেন ১৮ শতাংশ মহার্ঘ ভাতা।
- কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ পান ৫৩ শতাংশ।
- কেন্দ্র ও রাজ্যের মহার্ঘ ভাতার ফারাক- ৩৫ শতাংশ।
না-খুশ সরকারি কর্মচারীরা
সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য নির্ঝর কুণ্ডুর প্রতিক্রিয়া,'মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ। তিনি যে কেন্দ্রীয় হারে ডিএ দিতে পারছেন না, সেটা আরও একবার স্পষ্ট হল। মাসের পর মাস বঞ্চিত করা হচ্ছে সরকারি কর্মচারীদের। আমরা বারবার বলেছি, কর্মচারীদের বকেয়া ডিএ আপনি দিতে পারছেন না। মূল্যবৃদ্ধির বাজারে অন্যান্য রাজ্যের সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন, অথচ এ রাজ্যে সেটা হচ্ছে না'।