• চলে যাওয়ার মুখেও নতুন করে শীতের কামব্যাক? আলিপুরের পূর্বাভাসে কী সুখবর!
    আজ তক | ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • মাঘের মাঝপথ পেরোলেও শীত যেন পুরোপুরি বিদায় নিতে নারাজ। রাতের দিকে সামান্য ঠান্ডার আমেজ থাকলেও বেলা বাড়তেই তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী হচ্ছে, যা বেশ অস্বস্তিকর। তবে, নতুন করে শীত ফেরার ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

    ফের পারদ পতনের সম্ভাবনা
    বুধবার আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে, আগামী শুক্রবার থেকে ফের তাপমাত্রার পতন হতে পারে। দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ নামতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে এই পরিবর্তন মূলত উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই বেশি দেখা যাবে। কলকাতায় বড় পরিবর্তনের সম্ভাবনা একেবারেই কম।

    বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা
    আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষত, দার্জিলিংয়ে তুষারপাতও হতে পারে বলে জানা গেছে। অন্যদিকে, রাজ্যের অন্যান্য অংশের আবহাওয়া বেশ শুষ্ক থাকবে।

    কলকাতার তাপমাত্রার আপডেট
    বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস, এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ, শহর কলকাতায় শীতের প্রভাব বিশেষভাবে বোঝা না গেলেও রাতের দিকে সামান্য ঠান্ডা অনুভূত হতে পারে।

    কুয়াশার দাপট থাকছেই
    শীত বিদায় নিলেও কুয়াশার হাত থেকে এখনই মুক্তি নেই। আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবারও কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে।

    শীত তার শেষ বিদায় নেবে, নাকি আবার নতুন করে রাজ্যে ফিরবে, তা এখনো নিশ্চিত নয়। তবে রাজ্যের বেশ কিছু জেলায় পারদ পতনের সম্ভাবনা নিঃসন্দেহে শীতপ্রেমীদের জন্য সুখবর। এখন দেখার, আবহাওয়া কতটা পূর্বাভাস অনুযায়ী চলে!


     
  • Link to this news (আজ তক)