• গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় নানুরে গ্রেপ্তার বালি মাফিয়া‌, ব্ল্যাকমেলের অভিযোগ
    বর্তমান | ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা বোলপুর: বীরভূমের মঙ্গলপুর গ্রামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার করা হল নানুরের বালি মাফিয়া আশরাফুল শেখ ওরফে আজহারকে। মৃতার পরিবারের অভিযোগ, সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অভিযুক্ত আজহার ওই গৃহবধূর সমস্ত কাগজপত্র জমা নেয় এবং একাধিকবার তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। শুধু তাই নয়, ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও গোপনে ক্যামেরাবন্দি করে রাখে। অভিযোগ, পরে সেগুলি ব্যবহার করে লাগাতার ব্ল্যাকমেল করতে থাকে ওই গৃহবধূকে।। এরপর তাঁকে বিয়ের জন্যও ক্রমাগত চাপ দিতে থাকে শেখ আজহার। তাতে ওই গৃহবধূ রাজি না হলে তাঁকে প্রাণে মেরে ফেলারও হুমকিও দেয় অভিযুক্ত। এমনটাই মৃতার বাবার অভিযোগ। বারবার হুমকির ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন ওই গৃহবধূ। এরপর গত বছর ৩০ নভেম্বর সকালে বাপেরবাড়িতে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। পরিবারের সদস্যরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কিন্তু ১ ডিসেম্বর দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।


    এই ঘটনায় মৃতার বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। দীর্ঘ তদন্তের পর, অবশেষে নানুর থানার পুলিস গতকাল অর্থাৎ মঙ্গলবার শেখ আজহারকে গ্রেপ্তার করে। অভিযুক্তের গ্রেপ্তারের খবরে মৃতার পরিবার সন্তুষ্ট। তবে তাঁরা দোষীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। অন্যদিকে, এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।


     
  • Link to this news (বর্তমান)