• শ্বাসরোধ করে স্ত্রীকে খুন করে মাটিতে পুঁতে দেওয়ার চেষ্টা! ধৃত স্বামী
    বর্তমান | ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • নিজস্ব সংবাদদাতা, উলুবেড়িয়া: স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করে মাটিতে পুঁতে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। গতকাল, মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার বাগনান থানার রামচন্দ্রপুরে। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম নার্গিস পারভিন (২২)। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাগনানের খাজুরনান গ্রামের বাসিন্দা নার্গিস পারভিন ডিভোর্সের পর ওই গ্রামেরই আজাদ খান নামের এক যুবকের সঙ্গে বিয়ে করেন। যদিও আজাদের পরিবার এই সম্পর্ক কিছুতেই মেনে নিতে চাইনি। সেই বিষয় নিয়ে বাড়ির সদস্যদের সঙ্গে ঝামেলা চলছিল আজাদের। জানা গিয়েছে, গতকাল, মঙ্গলবার আরামবাগে মামার বাড়িতে একটি অনুষ্ঠানে গিয়েছিল নার্গিস। সেখান থেকে তাঁকে বাড়িতে নিয়ে চলে আসে আজাদ। অভিযোগ এরপরেই আজাদ, নার্গিসকে বেধড়ক মারধর করে। তারপরেই নার্গিসের শ্বাসরোধ করে তাঁকে খুন করে ও দেহ খাল পাড়ে পুঁতে দিতে যায়। যদিও মৃতদেহ মাটিতে পোঁতার সময়ে স্থানীয় বাসিন্দারা তা দেখে ফেলে। তারপরে আজাদকে হাতে নাতে ধরে ফেলে স্থানীয়রাই। বাগনান থানায় খবর দেন স্থানীয়রাই। পুলিস ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধারের পাশাপাশি অভিযুক্ত আজাদ খানকে গ্রেপ্তার করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়ায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে পাঠিয়েছে পুলিস। ধৃতকে আজ, বুধবার উলুবেড়িয়া আদালতে তোলা হবে।
  • Link to this news (বর্তমান)