জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বছর ঘুরলেই বিধানসভা ভোট। সপ্তম পে কমিশনের হিসেবে ডিএ কি বাড়বে? রাজ্য সরকারি কর্মচারীদের একটা বড় অংশেরই নজর থাকবে বাজেটে। আজ, বুধবার পেশ হতে চলেছে ভোটের আগে রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট।
অষ্টম পে কমিশন ঘোষণা হয়ে গিয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন যখন বাড়তে চলেছে ১০ থেকে ৩০ শতাংশ হারে, তখন সপ্তম পে কমিশনের হিসেবে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির দাবি জোরালো হচ্ছে। প্রায় এক দশক পার। ২০১৫ সালের নভেম্বরে রাজ্যে ষষ্ঠ পে কমিশনের ঘোষণা হয়েছিল। সপ্তম পে কমিশন কবে লাগু হবে? এখনও পর্যন্ত কোনও খবর নেই।
এদিকে আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট। সেক্ষেত্রে রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের জন্য ৪ থেকে ৬ শতাংশ পর্যন্ত ডিএ ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে। বিকেল চারটে নাগাদ বাজেট পেশ করবেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
রাজ্যে সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে মামলা চলছে সুপ্রিম কোর্টে। ফলে বাজেটে যদি শেষপর্যন্ত বাজেটে ৪ থেকে ৬ শতাংশ ডিএ ঘোষণাও করা হয়, তাতে কোনওভাবেই খুশি হবেন সাধারণ সরকারি কর্মচারীরা। কেন? রাজ্য সরকারি কর্মচারীদের একটা বড় অংশেরই দাবি, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে ব্যবধান কমাতে ৩৯ শতাংশ হারে ডিএ ঘোষণা করা হোক। এখন ১৪ শতাংশ হারে ডিএ পান রাজ্য সরকারি কর্মচারীরা। আর কেন্দ্রীয় সরকার কর্মচারীদের ডিএ পরিমাণ ৫৩ শতাংশ।
সংগ্রামী যৌথ মঞ্চের সভাপতি ভাস্কর ঘোষ বলেন, 'এই সরকার আমাদের প্রাপ্য ডিএ দেয় না। কাজেই ডিএ নিয়ে বড় কোনও সুখবর আমরা আশা করছি না। আর পে কমিশন? প্রায় সব রাজ্যে কেন্দ্রের পে কমিশনই লাগু আছে। এ রাজ্যে নেই। আমাদের দাবি, কেন্দ্রের পে কমিশন এ রাজ্যেও কার্যকরী হোক'।