• ফের নিশানায় কেন্দ্র! 'ভোট আসলে ওরা একরকম কথা বলে', কটাক্ষ মুখ্যমন্ত্রীর!
    ২৪ ঘন্টা | ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'আমরা কাউকেই বঞ্চিত করতে চাই না'। বিধানসভা বাজেট পেশের পর ফের কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, কদিকে কেন্দ্রীয় সরকারের বাজেট, ভোট আসলে ওরা একরকম কথা বলে। কিছু প্রতিশ্রুতি দেয়। কিন্তু ভোটের পরে প্রতিশ্রুতি থাকে না। প্রতিশ্রুতিটা প্রতিচ্যুত হয়ে যায়। কিন্তু আমাদের বাজেটে আমরা সেটা করি না'। 

    মুখ্যমন্ত্রী বলেন, 'এখন একটাই ট্যাক্স, জিএসটি ট্যাক্স। সবটাই তুলে নিয়ে যায় কেন্দ্র। আমাদের ভাগে যেটা পাওয়া উচিত, সেটা কিন্তু দেওয়া হয় না। একশোর দিনের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, গ্রামীণ রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। তা সত্ত্বেও ২৮ লক্ষ পরিবারকে বাড়ির জন্য এই বাজেটে অনুদান দেওয়া হয়েছে'।

    সবিস্তারে আসছে..

  • Link to this news (২৪ ঘন্টা)