• পঞ্চায়েত-গ্রামোন্নয়নে সবচেয়ে বেশি! ভোটমুখী বাংলায় বাজেটে কীসে বরাদ্দ কত...
    ২৪ ঘন্টা | ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভোটমুখী বাংলায় ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট। এদিন বাজেট পেশ করেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেটে পঞ্চায়েত ও গ্রামোন্নয়নে বরাদ্দ সবচেয়ে বেশি। ওদিকে বাংলার বাড়ি প্রকল্পে অতিরিক্ত ১৬ লক্ষ উপভোক্তার বাড়ির জন্যও বরাদ্দ করা হয়েছে ৯,৬০০ কোটি টাকা। 

    চলুন একনজরে দেখে নেওয়া যাক, উল্লেখযোগ্য কীসে কত বরাদ্দ:

    ১) ঘাটাল মাস্টার প্ল্যানে মোট খরচ ১৫০০ কোটি। এবছর বরাদ্দ ৫০০ কোটি। ২ বছরের মধ্যে শেষ হবে ঘাটাল মাস্টার প্ল্যান। 


    ২) গঙ্গাসাগর সেতুর জন্য বরাদ্দ করা হল ৫০০ কোটি টাকা।


    ৩) ৩৭ হাজার কিমি গ্রামীণ রাস্তার জন্য বরাদ্দ ১৫০০ কোটি।


    ৪) আশা ও অঙ্গন‌ওয়াড়ি কর্মীদের মোবাইল দেওয়ার জন্য বরাদ্দ ২০০ কোটি।


    ৫) আরও ৩৫০ টি সুফল বাংলা স্টল তৈরি করা হবে। বরাদ্দ ২০০ কোটি।


    ৬) নতুন প্রকল্প "নদী বন্ধন"। এর মাধ্যমে নদী ও জলাভূমির মধ্যে সংযোগ স্থাপন করা হবে। এর ফলে জীবিকা সংস্থানের সুযোগ তৈরি হবে। বরাদ্দ ২০০ কোটি।

    এবার দেখে নেওয়া যাক, ২০২৫/২৬ অর্থবর্ষের জন্য বিভিন্ন দফতরের বাজেট বরাদ্দ-

    ১) কৃষি বিপণন- ৪২৬.০১ কোটি টাকা

    ২) কৃষি বিভাগ - ১০,০০০.৭৯ কোটি টাকা

    ৩) প্রাণী সম্পদ উন্নয়ন - ১,২৭২.৯৩ কোটি 

    ৪) অনগ্রসর শ্রেণি কল্যাণ - ২,৪২৩.৮০ কোটি

    ৫) উপভোক্তা বিষয় দফতর - ১৩৯.৭০ কোটি 

    ৬) সমবায় দফতর - ৬৬৮.৬১ কোটি

    ৭) সংশোধন প্রশাসন (Correctional Home) - ৪২৮.৫৭ কোটি

    ৮) বিপর্যয় মোকাবিলা - ৩,২৭৮.৬০ কোটি

    ৯) পরিবেশ দফতর - ১০৭.২২ কোটি

    ১০) অগ্নিনির্বাপণ ও জরুরি পরিষেবা - ৫২৩.৮৪ কোটি

    ১১) মৎস দফতর - ৫৩০.১১ কোটি

    ১২) খাদ্য সরবরাহ - ৯,৯৪৪.৩৭ কোটি

    ১৩) খাদ্য প্রক্রিয়াকরণ - ২৫৩.০৩ কোটি

    ১৪) বন বিভাগ- ১,০৯১.১১ কোটি

    ১৫) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ - ২১,৩৫৫.২৫ কোটি

    ১৬) উচ্চ শিক্ষা - ৬,৫৯৩.৫৮ কোটি

    ১৭) স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক- ১৪,৮১৭.৬৭ কোটি

    ১৮) আবাসন - ২৮৬.৬০ কোটি

    ১৯) শিল্প বানিজ্য - ১,৪৭৭.৯১ কোটি

    ২০) তথ্য ও সংস্কৃতি দফতর- ৯৯০.২৭ কোটি

    ২১) তথ্যপ্রযুক্তি ও বৈদ্যুতিন বিভাগ- ২১১.৫৭ কোটি

    ২২) সেচ ও জলপথ- ৪,১৫৩.৮৪ কোটি

    ২৩) বিচার বিভাগ- ১,৬৯৭.৪৪ কোটি

    ২৪) শ্রম বিভাগ - ১,২২৯.১১ কোটি

    ২৫) ভূমি ও ভূমি সংস্কার - ১,৫০৯.৭২ কোটি

    ২৬) আইন বিভাগ - ২১.৯৮ কোটি

    ২৭) জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার - ৩৬৬.৪৬ কোটি

    ২৮) ক্ষুদ্র ছোটো ও মাঝারি শিল্প - ১,২২৮.৭৮ কোটি

    ২৯) সংখ্যালঘু বিষয়ক - ৫,৬০২.২৯ কোটি

    ৩১) উত্তরবঙ্গ উন্নয়ন- ৮৬৬.২৬ কোটি

    ৩২) পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন - ৪৪,১৩৯.৬৫ কোটি (সবচেয়ে বেশি বরাদ্দ এই দফতরেই)

    ৩৬) বিদ্যুৎ বিভাগ- ৪,১৪১.৮২ কোটি

    ৩৮) জনস্বাস্থ্য কারিগরি দফতর - ১১,৬৩৬.৯২ কোটি। (এই দফতরের মাধ্যমেই জল স্বপ্ন বাস্তবায়ন করা হয়)

    ৩৯) পূর্ত বিভাগ - ৬,৭৯৬.৯২ কোটি

    ৪৬) পরিবহন - ২,২৭৩.২৯ কোটি

    ৪৮) পৌর ও নগরোন্নয়ন - ১৩,৩৮১.৬৮ কোটি

  • Link to this news (২৪ ঘন্টা)