• ‘কেন্দ্র সরকাররা ঠেলাঠেলি করেছে, আজ স্বপ্নপূরণ হল’, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বাঁধভাঙা উচ্ছ্বাস দেবের
    প্রতিদিন | ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বপ্নের প্রকল্প, প্রতিশ্রুতি পূরণের কাজ। ঘাটাল মাস্টার প্ল্যানে রাজ্য বাজেটে ৫০০ কোটি টাকা বরাদ্দ ঘোষণার পর কার্যত বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়লেন ঘাটালের তিনবারের সাংসদ দেব। বুধবার বাজেটের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ”আজ খুব আনন্দ হচ্ছে। স্বপ্নপূরণ হল বলে মনে হচ্ছে। আমি সেই ২০১৪ সাল থেকে এর জন্য লড়াই করে আসছি। ঘাটালের বন্যা নিয়ন্ত্রণ খুব জরুরি ছিল। অনেকরকম প্ল্যান তৈরি হয়েছে, কিন্তু কিছু কাজ হয়নি। তবে দিদি বলেছিলেন, কাজটা রাজ্য সরকার করবে। আজ অর্থ বরাদ্দ ঘোষণা হল। খুব ভালো লাগছে।”
  • Link to this news (প্রতিদিন)