• ইমারতি দ্রব্য সরবরাহ কে করবে? দুপক্ষের বিবাদে বজবজে দেদার বোমাবাজি, চলল গুলি
    প্রতিদিন | ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: ইমারতি দ্রব্য কারা সরবরাহ করবে? তাই নিয়ে চাপানউতোড় চলছিল কয়েক দিন ধরেই। বুধবার দুপুরে সেই বিবাদ চরমে উঠলে চলল গুলি। একের পর এক বোমায় কেঁপে উঠল এলাকা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪ পরগনার বজবজে। ঘটনার পর প্রবল আতঙ্ক ছড়ায় এলাকায়। বিশাল পুলিশ বাহিনী এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরসভার ১৯ নম্বর ওয়ার্ড এবং বজবজ এক নম্বর ব্লকের উত্তর রায়পুর গ্রাম পঞ্চায়েতের সংযোগস্থলে একটি গোডাউন তৈরি হচ্ছে। সেই নির্মীণমায় গোডাউনের জন্য ইমারতি দ্রব্য সরবরাহ নিয়ে দুপক্ষের মধ্যে এদিন বিবাদ চরমে ওঠে। বেশ কিছু দিন ধরেই এই ঝামেলা চলছিল। আজ এই ইস্যুতে একটি বৈঠক হওয়ারও কথা ছিল। কিন্তু বৈঠক শুরুর আগেই ঝামেলা চরমে ওঠে।

    দুপক্ষই হাতাহাতিতে প্রথমে জড়িয়ে যায়। মুহূর্তে গোটা জায়গা রণক্ষেত্র হয়ে ওঠে। বেশ কয়েক রাউন্ড গুলি চলে এলাকায়। শুধু তাই নয়, এলাকায় বোমাবাজিও শুরু হয়। একাধিক বোমা পড়েছে ওই নির্মীণমায় গোডাউনের আশপাশে। পাঁচিলের গায়ে স্পষ্ট বোমা ফাটার চিহ্ন এবং গুলির দাগ। গুলি ও বোমাবাজির ঘটনার পরেই এলাকায় আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে বজবজ এবং মহেশতলা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। পরিস্থিতির গুরুত্ব বিচার করে ঘটনাস্থলে যান ডিএসপি(শিল্প) কামরুজ্জামান মোল্লা।

    ঘটনার পর থেকেই এলাকা থমথমে। মুখে কুলুপ এঁটেছেন স্থানীয় বাসিন্দারা। কোনও পক্ষই প্রকাশ্যে এই বিষয়ে মুখ খুলতে চাইছে না। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক, গ্রেপ্তার করা হয়নি।
  • Link to this news (প্রতিদিন)