• লিফট তৈরির জমা জল থেকে উদ্ধার শ্রমিকের পচাগলা দেহ, চাঞ্চল্য বালিতে
    প্রতিদিন | ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • অরিজিৎ গুপ্ত, হাওড়া: তিনদিন নিখোঁজ থাকার পর হাওড়ার বালিতে উদ্ধার শ্রমিকের দেহ। নির্মীয়মাণ আবাসনের লিফটের জায়গায় জমা জল থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে বালি নিশ্চিন্দা ঘোষপাড়া এলাকায়। দেহ উদ্ধারের পর তীব্র চাঞ্চল্য এলাকায়।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম সুবোধ রায়। বয়স ৪০ বছর। তিনি বিহারের সমস্তিপুরের বাসিন্দা। মিস্ত্রীর কাজ করতেন তিনি। অন্য জায়গায় কাজ করলেও সহকর্মীদের সঙ্গে থাকছিলেন বালি নিশ্চিন্দা ঘোষপাড়া এলাকায়। তবে গত সোমবার থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যান সুবোধ। এই আবহে বুধবার সকালে নবনির্মিত ওই আবাসনের লিফটের যে জায়গাটি তৈরি হচ্ছিল সেখানে জমে থাকা জলের মধ্যেই ভেসে ওঠে সুবোধের দেহ। দেহ ভাসতে দেখে সহকর্মীরাই খবর দেয় নিশ্চিন্দা থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে বেলুড় হাসপাতালে পাঠায়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

    প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নিত্যদিন মদ খেতেন ওই যুবক। মদ্যপ অবস্থাতেই কোনওভাবে নিচে পড়ে গিয়েছেন তিনি। তারপর থেকেই নিখোঁজ ছিলেন। তবে পিছনে অন্য কোনও কারণ আছে কি না খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)