শংকরকুমার রায়, রায়গঞ্জ: গত সপ্তাহে বড় অঙ্কের টাকার অফারের লোভ দেখিয়ে মেসেজ আসে। সেই অচেনা লিঙ্কে ক্লিক করেছিলেন রায়গঞ্জের মিলনপাড়ার গৃহবধূ নিবেদিতা সাহা। কিছুক্ষণ পরেই বড়সড় সর্বনাশ। মোবাইলে মেসেজে জানতে পারলেন নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে বিপুল অঙ্কের টাকা উধাও হয়ে গিয়েছে। এভাবে অবিশ্বাস্য সূত্র থেকে ফোন, মেসেজ ই-মেলের মাধ্যমে সাইবার অপরাধীদের পাতা ফাঁদে জড়িয়ে ব্যাঙ্কের গচ্ছিত টাকা নিমেষে হারাচ্ছেন উত্তর দিনাজপুরের প্রচুর ব্যক্তি। কর্ণজোড়া এবং ইসলামপুর সাইবার ক্রাইম থানায় প্রায় দিনই অভিযোগ জমা পড়ছে।
আর তাই সাইবার সচেতনতা তৈরির পাশাপাশি, সাইবার অপরাধ প্রতিরোধ করতে নিজেদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে কর্ণজোড়ায় জেলা প্রশাসনের কার্যালয়ের বিবেকানন্দ সভাঘরে গতকাল মঙ্গলবার ‘আন্তর্জাতিক সুরক্ষিত ইন্টারনেট দিবস’ উদযাপিত হয়েছে। এদিন এই বিশেষ কর্মশালার উদ্বোধন করেন জেলাশাসক সুরেন্দ্রকুমার মিনা। জেলা প্রশাসন এবং ডিআইসি আয়োজিত এই কর্মশালায় জাতীয় সূচক বিজ্ঞান কেন্দ্রের জেলা আধিকারিক (ডিআইসি) সঞ্জীবকুমার দে বলেন, ‘‘ক্রেডিট কার্ডে কোন সামগ্রী কিনতে ই-কর্মাসে ইন্টারনেট ব্যবহার জরুরি। সে ক্ষেত্রে ই-কর্মাসের নাম করে আসা প্রতারকদের ফাঁদে পা দিয়ে প্রতারণার শিকার হচ্ছেন অনেক গ্রাহক। আবার অনেক ক্ষেত্রে ডিজিটাল গ্রেপ্তারির শিকার হচ্ছেন অনেকে। ফোন বা মেসেজ কিংবা মেলের ব্যবহারের পদ্ধতি সম্পর্কে বিশেষভাবে ওয়াকিবহাল না হওয়ায় প্রতারণার শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। তাই প্রতিরোধ করতে পার্সোনাল আইডেন্টিফিকেশন আধার কার্ড এবং ওটিপি সুরক্ষিত করা অত্যন্ত জরুরি। আর সেই কারণে কর্মশালায় বিভিন্ন কেস স্টাডি পরিবেশন করে সচেতন করা হয় অংশগ্রহণকারী বিভিন্ন ইন্টারনেট ব্যবহারকারী বিভিন্ন সরকারি কর্মীদের।’’
এদিনের কর্মশালায় অংশগ্রহণকারী ইন্টারনেট ব্যবহারকারীরা বিভিন্ন প্রতারণার অভিজ্ঞতা প্রশ্নোত্তর পর্বে তুলে ধরেন। ইন্টারনেটের মাধ্যমে যাতে প্রতারকদের হাতে গ্রাহকরা সর্বস্বান্ত না হন, সেই ব্যাপারে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের আধিকারিকের পরামর্শ, ‘‘কম্পিউটারে এবং মোবাইলের সিস্টেম সবসময় আপডেট রাখা। অচেনা অজানা সূত্রের কোন মেল,এসএমএস বা হোয়াটসঅ্যাপের লিঙ্ক ডাউনলোড না করা।’’ তিনি আরও বলেন, ‘‘অফারের নাম করে আপনার মোবাইলে মেসেজের একটা লিঙ্ক পাঠাল। তারপর আপনি লোভে পড়ে সেই লিঙ্ককে ক্লিক করতেই হয়ত ‘ম্যালওয়ার্ড’ ডাউনলোড হয়ে যাওয়ায় মোবাইল হ্যাক হয়ে গেল। এভাবেই প্রতারিত ও স্বর্বশান্ত করা হচ্ছে মাননুষকে।’’
মানুষের সচেতনতার জন্য বলা হয়, যে কোন ওয়েবসাইট খোলার আগে ওয়ার্ড স্পেলিং অর্থাৎ শব্দের বানান ভালো করে খতিয়ে দেখা অত্যন্ত জরুরি ম্যালওয়ার্ড বা শব্দের ছোট্ট বানান ভুল নজরে না পড়ায়, ভুয়া ওয়েবসাইট খুলের লগ-ইন করার ফলেই পাসওয়ার্ড হাতছাড়া বহচ্ছে। এরফলে গোপন পাসওয়ার্ড জেনে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার প্রবল সম্ভাবনা বেড়ে যাচ্ছে। এখনও সীমান্তবর্তী অনগ্রসর এই জেলার অধিকাংশ মোবাইল ফোন ব্যবহারকারীদের অজানা। কেননা নুন্যতম শিক্ষা গ্রহণের হার এই জেলায়, যথেষ্ট পিছিয়ে। ডিজিটাল শিক্ষায় পিছিয়ে থাকায় মানুষজন সাইবার প্রতারণার শিকার হচ্ছেন।