মহাকুম্ভ থেকে ফেরার সময় পথ দুর্ঘটনা, মৃত্যু দেগঙ্গার তৃণমূল নেতার স্ত্রী ও আত্মীয়ের, আহত ৮
প্রতিদিন | ১২ ফেব্রুয়ারি ২০২৫
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহাকুম্ভ থেকে ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল রাজ্যের দুই বাসিন্দার। বিহারের সাসারামে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দেগঙ্গার তৃণমূল নেতার স্ত্রী ও তাঁর এক আত্মীয়। ঘটনায় আহত তৃণমূল নেতা-সহ ৮ জন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন আগে তৃণমূল নেতা ঊজ্জ্বল দাস, তাঁর স্ত্রী জিতু দাসরা গাড়ি ভাড়া করে মহাকুম্ভে স্নানে যান। সেখান থেকে ফেরার পথে বুধবার ভোরে বিহারের সাসারামের কাছে দুর্ঘটনার মুখে পড়ে তাঁদের গাড়ি। ভোররাতে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে তাঁদের গাড়ির। ঘটনায় মৃত্যু হয়েছে তৃণমূল নেতার স্ত্রী জিতু দাস ও আত্মীয় লক্ষ্মী চক্রবর্তীর। ঊজ্জ্বল ও রঞ্জন দাস-সহ বাকিরা আহত হয়েছেন। এই দুজনের অবস্থা আশঙ্কাজনক।
জানা গিয়েছে, আহতদের সাসারামের স্থানীয় হাসপাতাল থেকে পাটনার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দেগঙ্গা পঞ্চায়েতের এক সদস্য এক সংবাদমাধ্যমকে বলেন, “কয়েকদিন আগে পঞ্চায়েত সদস্য ঊজ্জ্বল দাস আমাকে জানায় স্ত্রীকে নিয়ে কুম্ভস্নানে যাবেন। সেই মতো গাড়ি ভাড়া করে ওরা ১০জন কুম্ভস্নানে যায়। আজ সকালে দুর্ঘটনার মর্মান্তিক খবর পাই। দুজন মারা গিয়েছেন। ঊজ্জ্বল ও রঞ্জন দাসের অবস্থা আশঙ্কাজনক বলে শুনেছি।” ঘটনায় শোকের ছায়া দেগঙ্গায়।