বিশেষ চাহিদাসম্পন্ন নাবালিকাকে ধর্ষণ প্রতিবেশীর! জানাজানি হতেই অভিযুক্তকে ‘গণধোলাই’
প্রতিদিন | ১২ ফেব্রুয়ারি ২০২৫
দেবব্রত মণ্ডল, বারুইপুর: বাড়ি ফাঁকা থাকার সুযোগকে কাজে লাগিয়ে বিশেষ চাহিদাসম্পন্ন নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। হাতেনাতে ধরতেই অভিযুক্ত প্রতিবেশীকে বেধড়ক মার উত্তেজিত জনতার। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি করেছে নির্যাতিতার পরিবারের সদস্যরা।
দক্ষিণ ২৪ পরগনার কুলতলির বাসিন্দা ওই বিশেষ চাহিদাসম্পন্ন নাবালিকা। এদিন তার বাড়িতে কেউ ছিলেন না। বাবা ও মা গিয়েছিলেন কাজে। দিদি গিয়েছিলেন ব্যাঙ্কে। অভিযোগ, ওই সুযোগকেই কাজে লাগায় অভিযুক্ত প্রতিবেশী। বাড়ি ফাঁকা বুঝে ঘরে ঢুকে পড়ে গুণধর প্রতিবেশী কাকা। সেই সময় নাবালিকাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। এদিকে আর্তনাদ শুরু করে নাবালিকা। ঘটনাচক্রে তা এক প্রতিবেশীর কানে যায়। সন্দেহ হওয়ায় বাড়ির কাছে যান তিনি। দরজা বন্ধ দেখে সন্দেহ তীব্র হয়। এরপর জানলায় চোখ রাখতেই ভয়ংকর দৃশ্য! প্রতিবেশীরা দেখেন, ঘরে উলঙ্গ অবস্থায় নির্যাতিতা। সেখানেই ছিল অভিযুক্ত।
এরপরই অভিযুক্তের উপর চড়াও হয় স্থানীয়রা। তাকে বেধড়ক মারধর করা হয়। খবর দেওয়া হয় কুলতলি থানায়। পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তার কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন সকলে। এদিকে নির্যাতিতাকে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।