• শেষের কবিতা! বাজেটের শেষে মমতার কবিতা পাঠ চন্দ্রিমার, ‘জাগবে যৌবন নতুন সুরে….’
    হিন্দুস্তান টাইমস | ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিতা পাঠ করে বাজেট ভাষণ শেষ করলেন চন্দ্রিমা ভট্টাচার্য। বুধবার বিকেলে বিধানসভায় বাজেট পেশ করেন পশ্চিমবঙ্গের অর্থ প্রতিমন্ত্রী রাজ্য সরকারের কী কী পরিকল্পনা, কোন খাতে কত টাকা বরাদ্দ করা হচ্ছে, কোন নয়া প্রকল্প শুরু করা হচ্ছে, রাজ্য সরকার কী কী সাফল্য পেয়েছে, সেটা তুলে ধরেন। বিস্তারিতভাবে পুরোটা জানান। তারপর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর লেখা একটা কবিতা পড়ে বাজেট ভাষণ শেষ করেন চন্দ্রিমা।

    পশ্চিমবঙ্গের অর্থ প্রতিমন্ত্রী বলেন, 'শত প্রতিকৃলতা ও বাধা কাটিয়ে রাজ্যবাসীদের একটি স্বচ্ছ, নিরবিচ্ছিন্ন এবং সুসংহত সামাজিক পরিকাঠামোর মাধ্যমে আকাঙ্খিত জীবনযাপন প্রদানের অঙ্গীকার ফুটে উঠেছে মাননীয়া মুখ্যমন্ত্রীর রচিত একটি কবিতার পংঙক্তিতে….।' আর তারপর মুখ্যমন্ত্রীর লেখা কবিতা পাঠ করেন পশ্চিমবঙ্গের অর্থ প্রতিমন্ত্রী। 

    'সকল বাধা ছিন্ন করে 

    জাগবে যৌবন নতুন সুরে 

    বুকের ভাঙা পাঁজর সরিয়ে 

    বাংলা জাগবে বিশ্বের ভোরে।

    বৈশাখের দুরন্ত অশান্ত ঝড়ে

    মুছে যাক দুঃখ বক্ষ পাঁজরে।

    ভেঙে যাওয়া পাঁজরকে শক্ত করে 

    বিশ্ববাংলা আসবে বাংলার দ্বারে 

    ছুড়ে ফেলে দিয়ে ব্যর্থতার গ্লানি 

    দৈনিক স্পন্দনে আসবে স্বপ্নের হাতছানি।'
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)