• ক্ষমতায় এলে চাকরি নেই এমন প্রত্যেক পরিবারে হবে ১টি করে চাকরি দেবে BJP
    হিন্দুস্তান টাইমস | ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • বিজেপি ক্ষমতায় এলে চাকুরে নেই এমন প্রত্যেক পরিবারের একজনকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বুধবার বিকেলে রাজ্য বাজেট পেশের পর বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বলেন তিনি। শুভেন্দুবাবু বলেন, এই বাজেটে রাজ্যের ২ কোটি ১৫ লক্ষ বেকারের সঙ্গে প্রতারণা করেছে রাজ্য সরকার। একই সঙ্গে জনকল্যাণমূলক প্রকল্পের রাজ্য সরকার বরাদ্দ না বাড়ানোয় সমালোচনা করেন তিনি।

    এদিন শুভেন্দুবাবু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের শেষ বাজেট বেকার বিরোধী। এই বাজেটে কর্মসংস্থান সৃষ্টির কোনও কথা নেই। বেকারদের চাকরির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন মুখ্যমন্ত্রী। তিনিই বেকারদের সঙ্গে প্রতারণা করলেন।

    শুভেন্দুবাবু বলেন, এটা উত্তরবঙ্গ জঙ্গলমহল সুন্দরবন বিরোধী বাজেট। সমগ্র উত্তরবঙ্গে নদীভাঙন, সেট প্রকল্প, পাহাড়, চাবাগানের উন্নয়ন, চা শ্রমিকদের জন্য প্রকল্পের কোনও উল্লেখ নেই বাজেটে। এই বাজেট কৃষকবিরোধী। কৃষকবন্ধু প্রকল্পে কোনও বরাদ্দ বৃদ্ধি হয়নি। কৃষক বিমা প্রকল্পেও বরাদ্দ বাড়েনি। এমনকী প্রবীণ কৃষকদের ভাতাও বাড়ায়নি সরকার।

    তিনি বলেন, এই বাজেটে এমন কতগুলি প্রকল্পের উল্লেখ করা হয়েছে যার কাজ ভোটের আগে শেষ করতে পারবে না সরকার। তিনি আরও বলেন, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য এক ছটাক জমি অধিগ্রহণ করা হয়নি। অথচ এই প্রকল্পে ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার।

    লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বরাদ্দ না বাড়ানোয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তীব্র সমালোচনা করেন শুভেন্দুবাবু। তিনি বলেন, বিজেপি শাসিত রাজ্যে মহিলাদের ২.৫ থেকে ৩ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। সেখানে পশ্চিমবঙ্গের মহিলারা পাচ্ছেন মাত্র ১০০০ টাকা। বিজেপি ক্ষমতায় এলে ৩ হাজার টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে।

    একই সঙ্গে তিনি বলেন, ‘১৫ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় ১৫তম বাজেটে বেকার যুবক যুবতীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন। আগামী ২৬ সালে পূর্ণাঙ্গ বাজেট ভারতীয় জনতা পার্টির সরকার পেশ করবে। যে বাড়িতে চাকরি নেই এমন প্রত্যেক বাড়িতে ১টি করে চাকরি দেবে।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)