• আরও ১৬ লক্ষকে ‘বাংলার বাড়ি’, কবে অ্যাকাউন্টে ঢুকবে টাকা? জানালেন মমতা
    এই সময় | ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • ‘বাংলার বাড়ি’ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে অতিরিক্ত ১৬ লক্ষ মানুষকে টাকা দেওয়ার কথা ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ দিন ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেট পেশ করেন রাজ্যের অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বাজেটে এই ১৬ লক্ষ বাড়ি নির্মাণের জন্য ৯ হাজার ৬০০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। 

    এ দিন বাজেট পেশের পরে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় ফের কেন্দ্রের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তোলেন। তিনি জানান, কেন্দ্র গ্রামীণ বাড়ি তৈরির কাজ বাংলায় বন্ধ করেছে। কিন্তু একটি সার্ভেতে দেখা গিয়েছিল, ২৮ লক্ষ মানুষ বাড়ি পাওয়ার যোগ্য। ১২ লক্ষ মানুষকে বাড়ি তৈরি জন্য অর্ধেক টাকা ডিসেম্বর মাসে দিয়েছে রাজ্য। বাকি টাকা আগামী জুন মাসে তাঁরা পেয়ে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘তালিকায় থাকা বাকি ১৬ লক্ষ মানুষ চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন এবং দ্বিতীয় কিস্তি তাঁদের বাড়ির কাজ শেষ হওয়ার আগে দিয়ে দেব।’

    মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, এই ২৮ লক্ষের পরও যদি আরও কোনও মানুষ বাড়ি পাওয়ার যোগ্য হন সেক্ষেত্রে তাঁদেরও ধাপে ধাপে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের আওতায় টাকা দেওয়া হবে। কাউকে বঞ্চিত করা হবে না বলে আশ্বাস দেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর এই ঘোষণা স্বস্তি ফিরিয়েছে বহু মানুষের।

  • Link to this news (এই সময়)