• প্রতুল মুখোপাধ্যায়কে দেখতে SSKM-এ মুখ্যমন্ত্রী, মমতার ডাকে চোখ খুললেন শিল্পী
    এই সময় | ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • গত দু’সপ্তাহ ধরে এসএসকেএম-এ চিকিৎসাধীন গায়ক প্রতুল মুখোপাধ্যায়। বুধবার বিধানসভায় বাজেট পেশের পর তাঁকে দেখতে হাসপাতালে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিল্পীর স্বাস্থ্যের খোঁজ নেন তিনি। সোমবার দুপুরে এই শিল্পীর শারীরিক অসুস্থতার খবর পেয়ে বিধানসভা থেকে ফোন করে তাঁর খোঁজ খবর নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেনকে নির্দেশ দিয়েছিলেন প্রতুল মুখোপাধ্যায়ের খোঁজখবর নেওয়ার জন্য। তাঁদের হাসপাতালেও পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

    তিনি বলেন, ‘আমি গিয়ে প্রতুলদাকে ডাকলাম। বললাম কেমন আছেন। তিনি চোখ খুলেছিলেন। তার মানে ওঁর জ্ঞান রয়েছে। আমি বৌদির সঙ্গে (প্রতুল মুখোপাধ্যায়ের স্ত্রী) কথা বললাম। শুনলাম তিনি খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছেন। বৌদির সঙ্গে অনেক কথা হয়েছে। তবে তা সংবাদ মাধ্যমে বলব না।’

    উল্লেখ্য, গত সপ্তাহ দুয়েক ধরে এসএসকেএমে চিকিৎসাধীন ‘আমি বাংলার গান গাই’ খ্যাত প্রতুল মুখোপাধ্যায়ের। অন্ত্রের একটি অপারেশনের পরে তাঁর হার্ট অ্যাটাক হয় বলে সূত্রের খবর। পরবর্তী কালে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী সংক্রমণের শিকার হন তিনি। আপাতত ঘোর সঙ্কটে রয়েছেন অশীতিপর গায়ক। নিউমোনিয়াতেও আক্রান্ত প্রতুল। মনের জোরে অনেক জটিল পরিস্থিতি কাটিয়ে ওঠা যায়, গায়কের সুস্থতা কামনা করে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।

    মেদিনীপুর মেডিক্যাল কলেজে সিজ়ারের পর অসুস্থ হয়ে পড়া দুই প্রসূতিও এই মুহূর্তে এসএসকেএম-এ চিকিৎসাধীন। তাঁদের এবং তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গেও এ দিন কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘ওঁরা অনেকটাই ভালো রয়েছেন। আশা করি ওরা ভালো হয়ে যাবে। আমার কথা বলে অনেকটাই স্থিতিশীল মনে হলো।’

  • Link to this news (এই সময়)