দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো দুই যুবকের। তাঁদের নাম, বাবাই মণ্ডল (২১) ও আকাশ ঘরাই (১৭)। ঘটনাটি ঘটেছে বুধবার ভোররাতে ১১৬ বি জাতীয় সড়কে নন্দকুমারের কাছে। মৃত দুই যুবক দুই ২৪ পরগনার বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে খবর, মৃত বাবাই মণ্ডল উত্তর ২৪ পরগনা জেলার বাসন্তী থানার নোয়াখালি ও আকাশ দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘি থানার নগেন্দ্রপুরের বাসিন্দা। মঙ্গলবার রাত ১২টা নাগাদ দুই বন্ধু বাইকে করে দিঘার উদ্দেশে যাচ্ছিলেন। কিন্তু নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের মারিশদা কালিনগর এলাকাতেই ঘটে বিপত্তি। প্রাথমিকভাবে অনুমান, বাইকটি সঙ্গে কোনও গাড়ির সংঘর্ষ হয়। যদিও ঠিক কী ঘটেছিল, তা এখনও সঠিক ভাবে জানা যায়নি।
বুধবার ভোররাতে টহলদারির সময়ে পুলিশ দেখতে পায় জাতীয় সড়কে রক্তাক্ত অবস্থায় দুই যুবককে পড়ে আছেন। পাশেই দুমড়ে মুচড়ে পড়েছিল বাইকটি। এর পর খবর যায় মারিশদা থানায়। পুলিশ দেহ উদ্ধার করে কাঁথি মহকুমা হাসপাতালে পাঠালে চিকিৎসক দু'জনকেই মৃত বলে ঘোষণা করেন।
পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, দিঘা আসার পথে কোনও গাড়ির সঙ্গে ধাক্কাতেই এমন দুর্ঘটনা। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।