• শুভেন্দুর 'বেকার বিরোধী বাজেট'-এর পাল্টা তোপ তৃণমূলের
    এই সময় | ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। চার শতাংশ ডিএ বৃদ্ধির পাশাপাশি পঞ্চায়েতে ও গ্রামোন্নয়নে এ বার বরাদ্দ করা হলো ৪৪ হাজার কোটি টাকা। এ ছাড়াও ঘাটাল মাস্টার প্ল্যানের জন্যও রয়েছে বড় ঘোষণা। তবে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মতে, ‘এটি বেকার-বিরোধী বাজেট।’ ২০২৬ সালের পূর্ণাঙ্গ বাজেট BJP সরকারই তৈরি করবে বলে দাবি করেছেন তিনি। পাল্টা তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের কটাক্ষ, ‘২০২৬ সালে BJP-র অবস্থা CPIM-এর মতো শূন্য না হয়ে যায়।’

    এ দিন, বাজেট বক্তৃতা শেষ হতে না হতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ওয়াকআউট করেন BJP বিধায়করা। বিধানসভার বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, ‘এই বাজেট বেকার-বিরোধী। মহিলাদের জন্য একটি শব্দও খরচ করা হয়নি। ডিএ বেড়েছে মাত্র চার শতাংশ। কেন্দ্রের সঙ্গে এখনও ফারাক অনেকটাই। সর্বোপরি যুব সম্প্রদায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। বেকার শিক্ষিত যুবক-যুবতীদের এই দুর্মূল্যের বাজারে ঠকিয়েছে রাজ্য সরকার।’

    মাস্টার প্ল্যান নিয়ে তিনি বলেন, ‘ঘাটালে তো জমি অধিগ্রহণই হয়নি, সেখানে আবার বরাদ্দ কীসের?’ বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুরের মানুষ জল পান না। পাহাড়ের জনজাতির জন্য কোনও পরিকল্পনা নেই। অভিযোগ তাঁর। বিরোধী দলনেতা বলেন, ‘মতুয়াদের জন্য একটা বাক্য নেই। সুন্দরবনের কথা নেই। নারী সুরক্ষার জন্য কিছু বলা হয়নি। নতুন পে কমিশনেরও প্রস্তাব নেই।’ শুভেন্দুর সংযোজন, ‘প্রত্যেক বাড়িতে একটি করে চাকরির প্রতিশ্রুতি দেবে BJP। ২০২৬ সালের প্রথম পূর্ণাঙ্গ বাজেট তৈরি করবে BJP সরকারই।’

    শুভেন্দুর দাবির পাল্টা জয়প্রকাশ মজুমদার বলেন, ‘ওঁর দলের প্রধানমন্ত্রী বলেছিলেন, বছরে ২ কোটি করে চাকরি দেওয়া হবে। শুভেন্দু অধিকারী আগে জবাব দিন, বাংলার ভাগের আট লক্ষ চাকরি কই। এক দিকে, বাংলার বরাদ্দ আটকে রেখে বাংলাকে ভাতে মারার চেষ্টা অন্য দিকে, গলার সুর চড়িয়ে বলা, এই বাজেট জনবিরোধী। বাংলার মানুষ চিনে গিয়েছে ওঁদের।’

    অন্যদিকে, চার শতাংশ ডিএ বৃদ্ধিকে ‘সিন্ধুতে বিন্দু’ বলে কটাক্ষ করলেন CPIM নেতা রবীন দেব। তাঁর কথায়, ‘এই সরকার যা বলে তা করে না। নিয়োগ থেকে শুরু করে সর্বক্ষেত্রে দুর্নীতিতে জর্জরিত এই সরকার। ডিএ বৃদ্ধি নিয়ে তাঁর মন্তব্য, ‘এটা তো সিন্ধুতে বিন্দু। এত শতাংশ ডিএ বাকি তার মধ্যে এইটুকু দিয়েছে।’

  • Link to this news (এই সময়)