• সস্তা হবে বিদ্যুতের দাম? ডেউচা-পাচামিকে সামনে রেখে বড় ইঙ্গিত মমতার
    এই সময় | ১৩ ফেব্রুয়ারি ২০২৫
  • আগামী ১০০ বছর রাজ্যে বিদ্যুতের অভাব হবে না, বুধবার রাজ্য বাজেট পেশের পর ডেউচা-পাচামি নিয়ে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীতে বিদ্যুৎ সস্তা হতে পারে, ইঙ্গিত দেন তিনি।

    মুখ্যমন্ত্রী বলেন, ‘ডেউচা-পাচামিতে যে সমস্ত জমি ইতিমধ্যেই নেওয়া হয়েছে, আমরা তাঁদের কর্মসংস্থান করে দিয়েছি। অনেকে হোম গার্ডের চাকরি পেয়েছেন। আদিবাসীদের চাকরি দেওয়া হয়েছে। যাঁরা টাকা চেয়েছেন দিয়েছি। এলাকায় বাড়ি, স্কুল, কলেজ, হাসপাতাল সব দিয়েছি। এখন আমাদের জমিতে কাজ হচ্ছে। বাকি জমি যাঁরা দেবেন তাঁরাও টাকা, বাড়ি পাবেন।’

    তিনি আরও বলেন, ‘পরবর্তী প্রজন্মকে যাতে আগামী ১০০ বছর লোডশেডিংয়ের মুখোমুখি হতে না হয় এবং কম দামে বিদ্যুৎ পান তাঁরা, সেই লক্ষ্য নিয়ে এই প্রকল্প তৈরি করছি। রাজ্য সরকার বিদ্যুতের দাম বাড়ায় না। তা সিইএসসি বাড়ায়। তা স্বশাসিত সংস্থা। তার পরেও বলছি ভবিষ্যতে বিদ্যুৎ সস্তা হয়ে যাবে।’

    প্রসঙ্গত, বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, চাইলে ২৪ ঘণ্টার মধ্যেই ডেউচা-পাচামি কয়লাখনিতে কাজ শুরু করা সম্ভব হবে। মুখ্যমন্ত্রীর কথা মতো গত বৃহস্পতিবার থেকে এই কাজ শুরু হয়।

    ডেউচা পাচামি থেকে কয়লা নয়, প্রথমে উত্তোলন করা হবে ব্যাসল্ট। রাজ্য প্রশাসন সূত্রে খবর, ডেউচা-পাচামির প্রায় ১২ হাজার বর্গ কিমি জায়গার মধ্যে ৩০ শতাংশ এলাকায় প্রাথমিক খনিমুখ খুলে খননকার্য চালানো হবে। এরপর ৭০ শতাংশ এলাকায় ভূগর্ভস্থ খনন এবং গ্যাসিফিকেশনের মাধ্যমে উৎপাদন প্রক্রিয়া চালবে।

  • Link to this news (এই সময়)