• ১৬ তারিখ পর্যন্ত ম্যাকাউটের সমস্ত পরীক্ষা স্থগিত
    এই সময় | ১৩ ফেব্রুয়ারি ২০২৫
  • মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অব টেকনোলজি বা ম্যাকাউট-এর সমস্ত পরীক্ষা স্থগিত করা হলো। ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত সমস্ত বিভাগের পরীক্ষা স্থগিত রাখা হলো। বুধবার বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে কর্তৃপক্ষ। ছাত্রীর মৃত্যুর ঘটনায় এ দিনও সকাল থেকে দফায় দফায় বিক্ষোভ চলে, বহাল ছিল ক্যাম্পাসের অচলাবস্থাও। এই পরিস্থিতির মধ্যে ম্যাকাউটের তরফে নোটিস দিয়ে পরীক্ষা বন্ধের কথা ঘোষণা করা হয়।

    বুধবারও পড়ুয়ারা রেজিস্ট্রারের পদত্যাগের দাবিতে সরব হন। সকাল থেকে ক্যাম্পাসের সমস্ত গেট বন্ধ করে প্রতিবাদে সামিল হন পড়ুয়ারা। ফলে ফ্যাকাল্টি সদস্যরা ভিতরে ঢুকতে গেলে বাধার মুখে পড়েন। পরীক্ষা বাতিল করা হয়। পরে জানানো হয় ১৬ তারিখ অবধি কোনও সেমেস্টার হবে না।

    যদিও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় সব-এ-বরাত উপলক্ষে ১৩ তারিখ সরকারি ছুটি, ১৪ তারিখও ছুটি রয়েছে। ১৬ তারিখ অবধি পরীক্ষা নেওয়া হবে না। কিন্তু ১৭ তারিখ কি পরীক্ষা হবে? তার কোনও সদুত্তর দিতে পারেনি কর্তৃপক্ষ।

    প্রসঙ্গত, ১০ ফেব্রুয়ারি ম্যাকাউটের ক্যাম্পাসে সায়নী সেন নামে এক এমটেক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। ছাত্রী ক্যাম্পাসেরই ভবন থেকে পড়ে মারা যান। পড়ুয়াদের অভিযোগ, ঘটনার সময় কোনও অ্যাম্বুল্যান্স চালক না থাকায় ওই ছাত্রীকে হাসপাতালে নিয়ে যেতে বেগ পেতে হয়। তাঁর বাঁচার ক্ষীণ সম্ভাবনা থাকলেও, তা সম্ভব হয়নি।

    মঙ্গলবারই দফায় দফায় মিটিং শেষে রাতে ভারপ্রাপ্ত উপাচার্য জানান, তিনটি শিফটে অ্যাম্বুল্যান্সের তিন জন চালক নিয়োগ করা হয়েছে। ক্যাম্পাসে যে কিছু গাফিলতি ছিল, তা স্বীকারও করে নেন তিনি। তবে তার পরও পরিস্থিতি স্বাভাবিক হয়নি।

  • Link to this news (এই সময়)