• দীর্ঘ ৬৬ বছর পর এই সমবায় সমিতিতে ক্ষমতা হারাল এসইউসিআই, জিতল কারা?...
    আজকাল | ১৩ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: সামনেই  বিধানসভার নির্বাচন। তার আগে চলছে জেলার বিভিন্ন এলাকায় সমবায় সমিতির নির্বাচন। বুধবার সমবায় নির্বাচন হল জয়নগর ২ নম্বর ব্লকের বকুলতলা থানার বাইশহাটা গ্রাম পঞ্চায়েতের পাতপুকুর বৈদ্যেরচক সমবায় সমিতিতে। মোট ৯ টি আসনে এই নির্বাচন হয়। আর নির্বাচনের ফলাফলে দেখা যায় সবকটি আসনেই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা জয়লাভ করেছেন। এসইউসিআই -এর হাতে দীর্ঘ ৬৬ বছর এই সমবায় পরিচালনার দায়িত্ব ছিল। বুধবারের ভোটের পর দেখা গিয়েছে সেই দায়িত্ব হারিয়েছে বামপন্থী এই দলটি। 

    এদিনের ভোটে গন্ডগোলের আশঙ্কায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। বিজয়ী তৃনমূল কংগ্রেসের সদস্যরা হলেন, মোজাম্মেল খান,জালালউদ্দিন ঘরামি, শাজাহান বৈদ্য,শামসুদ্দিন ঢালি, সুকুমার মন্ডল,শাজাহান গাজী, সাধন শিকারি, জরিনা ঘরামি ও আজমিরা গাজী। জয় লাভের হওয়ার পরে বাইশহাটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নূর হোসেন গাজীর নেতৃত্বে বিজয় উৎসবে সামিল হন বিজয়ী সদস্যরা।

    এবিষয়ে বাইশহাটা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি নূর হোসেন গাজী বলেন, 'মমতা ব্যানার্জি ও তৃণমূল কংগ্রেসের সরকারের উন্নয়ন দেখে এসইউসিআইয়ের হাতে থাকা সমবায় তৃণমূলের হাতে তুলে দিলেন এলাকার মানুষ। আমরা এই সমবায়ের মাধ্যমে মানুষের উন্নয়ন ও গ্রামের উন্নয়ন করে যাব। আমাদের পাশে আমাদের বিধায়ক গনেশ মণ্ডল আছেন'।

    জয়ী সদস্যদের এদিন শুভেচ্ছা জানিয়েছেন কুলতলি বিধানসভার বিধায়ক গনেশচন্দ্র মণ্ডল।
  • Link to this news (আজকাল)