মেয়ের জন্মদিন পালনের টাকাটুকুও নেই, অন্যের বাড়ির টিভি, ঘটি-বাটি চুরি করল যুবক, শেষ পর্যন্ত যা হল পরিণতি...
আজকাল | ১৩ ফেব্রুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: ইচ্ছে ছিল ধুমধাম করে পালন করবেন ছোট্ট মেয়ের জন্মদিন। তবে বাড়িতে অর্থাভাব। জন্মদিন উদযাপনের অর্থটুকুও নেই। কিন্তু জোগাড় করতে হবে। ইচ্ছে পূরণ করতে, অর্থাৎ সেই অর্থ জোগাড় করতেই চুরির পথ বেছে নিল সে।
মাটিগাড়া থানার শিবমন্দিরে একটি বাড়ি থেকে লক্ষাধিক টাকার সামগ্রী চুরির ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে স্থানীয় থানার পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া টিভি, পুজোর বাসনপত্র সহ আরও অন্যান্য জিনিসপত্র।
শিবমন্দির কালীবাড়ি এলাকার বাসিন্দা ঈশানি সিখরী গুহ রায় এবং তাঁর পরিবার আত্মীয়ের বাড়ি গিয়েছিলেন। অভিযোগ, গত ২৫ তারিখ, বাড়ি ফিরে দেখতে পান বাড়ি ফাঁকা। বিভিন্ন আসবাপত্র-সহ নগদ ২৫০০০ টাকা বাড়ি থেকে উধাও। মাটিগাড়া থানার দ্বারস্থ হন তিনি। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।
গত মঙ্গলবার পুলিশ গোপন সূত্রে খবর পায়, নুরুল ইসলাম (২৫) নামের এক যুবক মাটিগাড়া বিশ্বাস কলোনির এক দোকানে বাসনপত্র সহ আরো সামগ্রী বিক্রি করতে গিয়েছে। এরপরই ওই এলাকায় অভিযান চালিয়ে নুরুল ইসলামকে চুরি যাওয়া সামগ্রী-সহ গ্রেপ্তার করে পুলিশ।
জানা গিয়েছে, ধৃতের বাড়ি নিউ জলপাইগুড়ি থানার ফুলবাড়ি এলাকায়। বুধবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মেয়ের জন্মদিন সাড়ম্বরে পালন করার ইচ্ছে ছিল তার। কিন্তু অর্থাভাব। ধুমধাম করে মেয়ের জন্মদিন পালন করার জন্যই অন্যের বাড়িতে চুরি করতে বাধ্য হয়েছে বলে জানিয়েছে ধৃত।