• বিএসএফ-এর পোষাকে নকল বন্দুক নিয়ে পাচারের চেষ্টা, মোষ-সহ আটক তিন ...
    আজকাল | ১৩ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বিএসএফে-এর পোষাক পরে পাচারের সময় ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা তিনজন ভারতীয় তিনজন আটক। উদ্ধার দু’ টি মোষ। উদ্ধার হয়েছে একটি নকল বন্দুক ও ধারাল অস্ত্র। ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার ৮৮ নম্বর ব্যাটেলিয়ানের পান্নাপুর সীমান্তে। ঘটনার পর থেকে ওই সীমান্ত এলাকায় নিরাপত্তা দ্বিগুন করা হয়েছে।   

    বি এস এফ সুত্রে খবর, ধৃতদের ইতিমধ্যে হব্বিপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। উদ্ধার হওয়া মোষ গুলিকে ই-ট্যাগিংয়ের পরে তুলে দেওয়া হয়েছে একটা সংস্থার হাতে। এদিন রাত্রিবেলা বেশ কয়েকজন পাচারকারী বিএস এফের পোষাক পরে ভারতে থেকে মোষ পাচার করছিল বলে খবর। সেই সময় ওই সীমান্ত এলাকায় প্রহরারত ৮৮ নম্বর ব্যাটেলিয়ানের বি এস এফ জাওয়ানরা ধাওয়া করে তিনজন ভারতীয় পাচারকারীকে আটক করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে দুটি মোষ। দু’ টি ধারালো অস্ত্র ইতিমধ্যে ধৃতদের হব্বিপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

     উল্লেখ্য, বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির কারনে ভারত বাংলাদেশ সীমান্তে পাহারা বৃদ্ধি করা হয়েছে। যাতে কোনও ভাবেই অনুপ্রবেশকারীরা ভারত ভূখন্ডে আসতে না পারে। বিএসএফের দক্ষিণ বঙ্গ ফ্রন্টিয়ারের জনসংযোগকারী অফিসার শ্রী নীলৎপল কুমার পান্ডে বলেন, চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিএসএফ কঠোর ব্যবস্থা নিচ্ছে। তিনি আরও বলেন, সীমান্তে অবৈধ কার্যকলাপ রুখতে বিএসএফ সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।
  • Link to this news (আজকাল)