• মাধ্যমিকের পর জয়েন্ট এন্ট্রান্সেও প্রথম জামবাদের দেবদত্তা
    আজকাল | ১৩ ফেব্রুয়ারি ২০২৫
  • অরিন্দম মুখার্জি: দু’ বছর আগে তাকে নিয়ে আলোচনা হয়েছিল। গর্ব করেছিলেন আত্মীয়-স্বজনেরা। ২০২৩-এর মাধ্যমিক পরীক্ষায় ৭০০-এর মধ্যে তার প্রাপ্ত নম্বর ছিল ৬৯৭। এবার ফের তাক লাগিয়ে দিল তার ফলাফল। দেবদত্তা মাঝি। ২০২৩-এ মাধ্যমিকে রাজ্যে প্রথম হওয়ার পর, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (মেন)-এর  রাজ্য ভিত্তিক তালিকায় প্রথম পুরুলিয়ার আশরা থানার জামবাদ গ্রামের মেয়ে দেবদত্তা মাঝি। 

    জঙ্গলমহলের অযোধ্যা পাহাড়ে কোল ঘেঁষে জামবাদ গ্রামের অতি সাধারণ পরিবারের মেয়ে  দেবদত্তা। ছোট থেকেই সে পড়াশোনা মনযোগী, মেধাবী ছাত্রী হিসেবেই পরিচিত। মাধ্যমিকের সাফল্যের পর, এবার সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং-এর প্রবেশিকা পরীক্ষায় প্রথম হয়ে রাজ্যের নাম এবং জেলার নাম উজ্বল করেছে সে।  মাধ্যমিকে দেবদত্তা ইংরেজিতে ১০০,  অংকে ১০০, ভৌত বিজ্ঞানে ১০০ , ভূগোলে ১০০  জীবন বিজ্ঞানে ১০০,  বাংলাতে আটানব্বই এবং ইতিহাসে ৯৯ পেয়েছিল।

    দেবদত্তা মাঝির বাবা জয়ন্ত কুমার মাঝি ও মা শেলি দা কর্মসূত্রে কাটোয়ায় থাকেন। দেবদত্তা মা-বাবার কর্মসূত্রের কারণে কাটোয়ার দুর্গাদাসী চৌধরানী গার্লস হাই স্কুল থেকে পরীক্ষা দিয়েছিল। 

    রাজ্যের মধ্যে এবারেও সে প্রথম। পরপর দু’বার সেরার সেরা হয়ে খুশি অবশ্যই, তবে এবার লক্ষ্য উচ্চ মাধ্যমিক। এতদিন সময় দিয়েছে প্রবেশিকা পরীক্ষার জন্য।  উচ্চমাধ্যমিকেও ভাল ফল করতে চায় সে।
  • Link to this news (আজকাল)