• রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে ঢেলে সাজাতে উদ্যোগী স্বাস্থ্য দপ্তর...
    আজকাল | ১৩ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ রাজ্যের স্বাস্থ্য পরিষেবাকে ঢেলে সাজাতে এবং অভাব অভিযোগের সমাধানে এবার উদ্যোগী রাজ্যের স্বাস্থ্য দপ্তর। আর তারই উদ্দেশে এবার রাজ্যের স্বাস্থ্য দপ্তর উদ্যোগী হয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপস্থিতিতে ২৪ ফেব্রুয়ারি একটি সভার ডাক দিয়েছে। যেখানে মুখ্যমন্ত্রী মমতা ছাড়াও উপস্থিত থাকবেন রাজ্যের বেশ কিছু সিনিয়র চিকিৎসক সহ মোট দু’‌হাজারের অধিক চিকিৎসকরা। আমন্ত্রণ করা হয়েছে সমস্ত ক্ষেত্রের চিকিৎসকদের। এই সংগঠনের মূল দায়িত্বে রয়েছেন চেয়ারম্যান ডঃ সৌরভ দত্ত। এই কর্মসূচির নামকরণ করা হয়েছে ‘‌চিকিৎসার আরেক নাম সেবা’‌। 

    উল্লেখ্য, অভয়া আন্দোলনের সময় থেকেই রাজ্য সরকার একটি কমিটি গঠন করেছিল। যার নাম ছিল গ্রিভান্স সেল। এই সেল সমস্ত সমস্যার সমাধান এবং নজর রাখার দায়িত্বে ছিল। এবার সেই সংগঠনকেই দায়িত্ব দেওয়া হল যাদের নামকরণ করা হয়েছে স্টেট লেভেল গ্ৰিভান্স রিড্রেসাল কমিটি। যাদের দায়িত্ব রাজ্যের প্রতিটি হাসপাতাল ঘুরে সমস্যার কথা শোনা এবং তার বিবরণ বা লিস্ট তৈরি করা। এই সমস্ত সমস্যার কথা শুনবেন এবং বলবেন মুখ্যমন্ত্রী। ২৪ ফেব্রুয়ারির অনুষ্ঠানে। যার নাম ‘‌চিকিৎসার অপর নাম সেবা’‌। 

    মূলত রাজ্যজুড়ে স্বাস্থ্য বিভাগের বিভিন্ন সমস্যার ও অভিযোগের তল খুঁজে পেতেই রাজ্যের স্বাস্থ্য দপ্তর এই স্টেট গ্রিভান্স সেল কাজে লাগিয়েছে।

     
  • Link to this news (আজকাল)