• টোটো এবং ই-রিকশা নিয়ে সিদ্ধান্ত, নিউটাউনে নাবালিকা ধর্ষণ ও খুনের পর বড় পদক্ষেপ বিধাননগর পুলিশের...
    আজকাল | ১৩ ফেব্রুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: নিউটাউনে নাবালিকা  ধর্ষণ ও খুনের ঘটনার পর বড়সড় পদক্ষেপ বিধাননগর পুলিশ কমিশনারেটের। এবার টোটো ও ই-রিক্সা চালকদের জন্য বিশেষ ব্যবস্থা নিতে চলেছে তারা।

     পুলিশ সূত্রে খবর জানা গিয়েছে,  নিউ টাউনে যত টোটো ও ই-রিকশা চলে তাদের প্রত্যেক চালকের সচিত্র পরিচয়পত্র ও রঙিন ছবি জমা দিতে হবে। পুলিশের তরফ থেকে একটি পরিচয়পত্র দেওয়া হবে। যে পরিচয়পত্র এক কপি টোটোর গায়ে লাগানো থাকবে এবং এক কপি থাকবে পুলিশের কাছে।  আর এক কপি যাবে পরিবহন দপ্তরে। পুলিশ সূত্রে খবর,  এই সমস্ত টোটো চালক ও রিক্সা চালকদের 'ব্যাকগ্রাউন্ড ভেরিফাই' করে দেখা হবে এবং সবকিছু খতিয়ে দেখার পর পুলিশের তরফে সার্টিফিকেট দেওয়া হবে। যদি কারুর বিরুদ্ধে কোনও পুরনো অপরাধের মামলা থাকে তাহলে তাদের সার্টিফিকেট দেওয়া হবে না এবং তারা টোটো ও ই-রিকশা চালাতে পারবে না।

    পুলিশ সূত্রে খবর, স্থানীয় বাসিন্দা ছাড়াও বহু লোক বাইরে থেকে এসে এলাকায় ভাড়া নিয়ে থাকছে এবং টোটো বা ই-রিক্সা চালাচ্ছে। তাদের কোন নথি বা ডকুমেন্টস পুলিশের কাছে থাকছে না। ফলে যদি কেউ কোনও অপরাধ করে পালিয়ে যায় তবে তাদের ধরতে পুলিশ সমস্যার মুখোমুখি হতে পারে। 

    দ্রুত এই সমস্ত টোটো চালক বা রিক্সা চালকদের যাতে চিহ্নিত করা যায় তার জন্য এই ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
  • Link to this news (আজকাল)