• 'কুম্ভে কত লোক মারা গিয়েছে কেউ জানে না', যোগীকে আক্রমণ মমতার
    আজ তক | ১৩ ফেব্রুয়ারি ২০২৫
  • মহাকুম্ভে পদপিষ্টের ঘটনায় ৩০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার এই তথ্য সামনে এনেছিল। তবে মৃত্যুর সংখ্য়া নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য বাজেটের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, 'কেউ জানে না কুম্ভে কত মানুষের মৃত্যু হয়েছে।' 

    এদিন বিধানসভায় বাজেট পেশ করেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তারপরই সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, 'কেন্দ্রীয় সরকার কথায় কথায় কমিশন গঠন করে। বাংলায় কমিশন পাঠায়। কুম্ভে যে এত বড় ঘটনা ঘটে গেল, কতগুলো কমিশন তৈরি করা হয়েছে? বানতলাকাণ্ডে কমিশন গড়ে দিল। এখানে পাঠিয়ে দিল। এ আবার কেমন আচরণ?' 

    তারপরই মমতা বন্দ্যোপাধ্যায় কুম্ভে মৃতের সংখ্যা নিয়ে প্রশ্ন তোলেন। বলেন, 'কুম্ভে কত লোক মারা গিয়েছেন কেউ জানেন না। আপনাদের কোনও তথ্য আছে? নেই। কারণ সাংবাদিকদের সেখানে ২৪ ঘণ্টা পর্যন্ত প্রবেশ করতে দেওয়া হয়নি। এমনকী সেখানে ইন্টারনেটও ব্লক করে দেওয়া হয়েছিল। আগুনও লেগেছিল। ওরা কুম্ভ কুম্ভ করে অনেক প্রচার করেছে। কিন্তু সেভাবে ব্যবস্থা করতে পারেনি। আগে তো ভালোভাবে ব্যবস্থা করা দরকার। যেভাবে আমরা গঙ্গাসাগরে করে থাকি।' 

    কুম্ভে সাধারণ মানুষকে ব্রাত্য করে ভিআইপিদের জন্য বাড়তি ব্যবস্থা করা হয়েছে বলে অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, 'গঙ্গাসাগরে আমরা কখনও পূণ্যস্নানের দিন যাই না। কারণ তখন সাধারণ মানুষের ভিড় থাক। তাদের জন্য আগে ব্যবস্থা রাখা দরকার। কিন্তু কুম্ভে ভিভিআইপিদের ব্যবস্থা ভালো করা হয়েছে। কমন লোকদের জন্য সুবিধা নেই।' 

    কুম্ভে অনেক মৃতদেহ নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে বলেও চাঞ্চল্যকর দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, 'আমি টিভিতে দেখলাম। লক্ষ লক্ষ জুতো তুলে নিয়ে যাচ্ছে গাড়িতে করে। যখন জুতো তুলছে তখন বলছিল, দেখো দেখো ডেডবডি ভাসিয়ে দিচ্ছে। কত ডেডবডি ভাসিয়ে দিয়েছে নদীতে তা তো আমি জানি না।' 
  • Link to this news (আজ তক)