ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ, বাজেটে ‘নদী বন্ধন’ নামের নতুন প্রকল্পের ঘোষণা
বর্তমান | ১৩ ফেব্রুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলা নদীমাতৃক রাজ্য। আর বর্ষায় সেই নদীগুলিই ভয়ঙ্কর রূপ ধারণ করে। যার ফলে ক্ষতিগ্রস্ত হয় নদীর তীরে বসবাসকারী মানুষেরা। এছাড়াও গঙ্গা ভাঙনের জেরে বিপর্যস্ত মালদহ ও মুর্শিদাবাদের একাধিক ব্লক। সেই জলযন্ত্রণা থেকে সাধারণ মানুষকে মুক্তি দিতে এবারের বাজেটে বিশেষ জোর দিয়েছে রাজ্য। নদী ভাঙন রোধে ২০০ কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব রেখেছেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। গঙ্গা-পদ্মা নদীর খাত পরিবর্তনের ফলে রাজ্যে ব্যাপক নদী ভাঙন হচ্ছে। তা আটকাতেই একটি মাস্টার প্ল্যানের পরিকল্পনাও রয়েছে। সেই কারণেই এই অর্থ বরাদ্দ করার প্রস্তাব রেখেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। একই সঙ্গে বাজেটে ঘাটালবাসীর জন্য সুখবর শুনিয়েছে রাজ্য। কথামতো ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়েছে। তার জন্য চলতি অর্থবর্ষে ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ফি বছর বৃষ্টির ও ডিভিসির ছাড়া জলে ডুবে যায় ঘাটাল। তবে আগামী কয়েকবছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শেষ হয়ে গেলে জলযন্ত্রণা থেকে রেহাই পাবেন এলাকাবাসী। এদিনের বাজেটে নতুন একটি প্রকল্পের ঘোষণা করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। নাম ‘নদী বন্ধন’। বিভিন্ন নদী ও জলাশয়ের মধ্যে সংযোগ ঘটিয়ে কর্মসংস্থান করার লক্ষ্যে এই প্রকল্প এনেছে রাজ্য সরকার। তাতে ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়াও এবারের বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে গঙ্গাসাগর সেতুকে। সেই সেতু নির্মাণে ৫০০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ করার কথা ঘোষণা করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। রাজ্য ছাড়িয়ে বিশ্বের দরবারে পৌঁছে গিয়েছে গঙ্গাসাগর মেলা। আর প্রতি বছর সেই মেলাকে কেন্দ্র করে লক্ষ লক্ষ পুণ্যার্থী আসেন সাগরে। তাদের যাতায়াতের সুবিধার জন্যই দীর্ঘ ৪.৭৫ কিমি চার লেন বিশিষ্ট গঙ্গাসাগর সেতুর নির্মাণের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নকশাও হয়ে গিয়েছে। কাজও শুরু হচ্ছে। তাতেই অতিরিক্ত অর্থ বরাদ্দ করল রাজ্য সরকার।