সন্দীপ প্রামাণিক: এসে গেল বুধবারের বিকেলের আবহাওয়ার আপডেট। জানিয়ে দিলেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত। কী জানালেন তিনি?
তাঁর যা বক্তব্য, তা থেকে জানা গেল, আগামী ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলা শুষ্ক থাকার সম্ভাবনা। কালিম্পং আর দার্জিলিঙে আজ, বুধবার এবং আগামীকাল, বৃহস্পতিবার খুব সামান্য বৃষ্টি হতে পারে। এর সঙ্গে থাকবে তুষারপাত। বেশ কিছু জেলায় ঘন কুয়াশার সম্ভাবনাও রয়েছে বলে জানা গিয়েছে। সকালের দিকে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান নদীয়া উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় ঘন কুয়াশা থাকার সম্ভাবনা। এই ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কোথাও-কোথাও ২০০ মিটারেরও নীচে থাকার সম্ভাবনা রয়েছে।
আগামীকাল ১৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে আটটা থেকে পরদিন ১৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে আটটা পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে, যেমন, দার্জিলিং জলপাইগুড়ি এবং কোচবিহারে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় তাপমাত্রায় কোনও বড় ধরনের পরিবর্তন নেই।