• বৃহস্পতি থেকে রবি, চলতি সপ্তাহে টানা চার দিন বন্ধ ইস্ট ওয়েস্ট মেট্রো!
    ২৪ ঘন্টা | ১৩ ফেব্রুয়ারি ২০২৫
  • অয়ন ঘোষাল:  আগামীকাল, বৃহস্পতিবার থেকে রবিবার। টানা চার দিন সম্পূর্ণ বন্ধ ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা! হাওড়া ময়দান থেকে এসপ্লানেড এবং শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ কোনও রুটেই চলবে না মেট্রো। সপ্তাহের কাজের দিনে যাত্রীদের ভোগান্তির অশান্তি।

    কেন বন্ধ থাকবে মেট্রো? ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ শেষ হয়নি এখনও। এই রুটে দু'ভাগে চলছে মেট্রো। হাওড়া ময়দান থেকে এসপ্লানেড আর শিয়ালদহ থেকে সেক্টর ফাইভ। এসপ্লানেড থেকে শিয়ালদহ পর্যন্ত অংশে অবশ্য মেট্রো চালুর জন্য প্রয়োজনীয় পরিকাঠামো অবশ্য তৈরি করে গিয়েছে। ওই অংশটি এখন শুধু সিগন্য়ালিং ব্যবস্থায় আওতায় আনতে হবে। সেকারণেই প্রথম দফায় আগামিকাল থেকে রবিবার পর্যন্ত পরিষেবা বন্ধ রাখা হবে। পরের ধাপে আবার  ২০-২৩ ফেব্রুয়ারি মেট্রো চলবে না।

    এদিকে ইস্ট ওয়েস্ট মেট্রোয় যখন পরিষেবা বন্ধ থাকবে, তখন যাত্রীদের চাপ সামলাতে হাওড়া থেকে ধর্মতলার মধ্যে বেসরকারি বাসের 'ট্রিপ' বাড়ানো হবে।    উল্টোডাঙা থেকে সল্টলেকের দিকে বেসরকারি বাসের 'ট্রিপ'ও বাড়ানো হবে। বস্তুত, কিছু ক্ষেত্রে সরকারি বাসের শাটল পরিষেবা চালু করা হবে। কিন্তু পরিস্থিতি যে পুরোপুরি সামাল দেওয়া যাবে, তা কিন্তু নয়। বিশেষ করে শিয়ালদহ দক্ষিণ শাখা থেকে যাঁরা সেক্টর ফাইভে যান, তাঁদের সমস্যায় পড়তে হবে।

  • Link to this news (২৪ ঘন্টা)