গাড়ির ধাক্কায় মৃত্যু মঙ্গলকোটের তৃণমূল কর্মীর, গুরুতর জখম অঞ্চল সভাপতি, খুন নাকি দুর্ঘটনা?
প্রতিদিন | ১৩ ফেব্রুয়ারি ২০২৫
অর্ক দে, বর্ধমান: আদালতে সাক্ষী দিয়ে ফেরার পথে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক তৃণমূল কর্মী তথা পঞ্চায়েত প্রধানের শ্বশুরের। গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন তৃণমূলের অঞ্চল সভাপতি। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের কোগ্রামে।
এই ঘটনায় মৃত তৃণমূল কর্মীর পরিবারের পক্ষ থেকে পরিকল্পিত খুনের অভিযোগ করে ঘটনার তদন্তের দাবি জানানো হয়েছে। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কাজ শুরু করেছে বলে জানা গিয়েছে। মৃত তৃণমূল কর্মীর নাম লালু শেখ। তিনি মঙ্গলকোট ব্লকের লাখুরিয়া পঞ্চায়েতের প্রধান ফাতেমা বিবির শ্বশুর।
জানা গিয়েছে, এদিন কাটোয়া মহকুমা আদালতে একটি মামলার সাক্ষী দেওয়ার পর লালু শেখ বাড়ি ফিরছিলেন। সেই সময় তার সঙ্গে ছিলেন লাখুরিয়ার অঞ্চল সভাপতি মফিজুল শেখ। মঙ্গলকোটের কোগ্রামের কাছে একটি চারচাকা গাড়ি পিছন থেকে তাদের ধাক্কা মারে। আশঙ্কাজনক অবস্থায় দুজনকে ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হলে লালু সেখকে মৃত ঘোষণা করে চিকিৎসক। আহত অবস্থায় সভাপতিকে মফিজুল শেখকে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।