অর্ণব দাস, বারাসত: মেয়ের সঙ্গে খেলতে আসত তারই সমবয়সী এক শিশু। খেলার মাঝে যে এমন একটা ঘটনা ঘটবে, ঘুণাক্ষরেও টের পাননি কেউ। বান্ধবীর বাবার বিকৃত যৌনকামের শিকার হয় সাত বছরের শিশু! ২০১৯ সালে নিউটাউনের গৌরাঙ্গনগর এলাকার এই ঘটনায় দোষীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিল বারাসত আদালত। ৫ বছর পর ঘটনায় দোষীর কড়া শাস্তি হওয়ায় কিছুটা স্বস্তিতে নাবালিকার পরিবার।
সাজাপ্রাপকের নাম পাপ্পু বণিক, বয়স ৩৭ বছর। বারাসত আদালত সূত্রে জানা গিয়েছে, নিউটাউন থানার গৌরাঙ্গনগর এলাকার বাসিন্দা পাপ্পুর মেয়ের সঙ্গে খেলতে যেত নির্যাতিতা নাবালিকা। দুজন প্রায়ই একসঙ্গে খেলাধুলো করত। তারই মাঝে ঘটে গিয়েছিল ভয়ংকর ঘটনা। সেটা ২০১৯ সালের ২৪ অক্টোবর। প্রতিবেশী পাপ্পুর বাড়িতে তার মেয়ের সঙ্গে খেলতে গিয়েছিল নাবালিকা। খেলার মাঝেই নিজের মেয়েকে ঘর থেকে বের করে তার বান্ধবীকে ধর্ষণ করে পাপ্পু। ঘটনাটি জানাজানি হলে নাবালিকাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। বাড়ি ফিরে মেয়েটি কান্নায় ভেঙে পড়ে। পরিবারের সদস্যরা জিজ্ঞাসা করায় গোটা ঘটনা জানায় সেষ
সঙ্গে সঙ্গে নাবালিকার পরিবার নিউটাউন থানায় অভিযোগ জানায়। তার ভিত্তিতে মামলা দায়ের হলে দীর্ঘ প্রায় সাড়ে পাঁচ বছর ধরে চলে বিচারপ্রক্রিয়া। মঙ্গলবার পাপ্পুকে দোষী সাব্যস্ত করে বারাসত বিশেষ পকসো আদালত। এরপর বুধবার তার সাজা ঘোষণা করেন বিচারক সুস্মিতা মুখোপাধ্যায়। সরকারি আইনজীবী গৌতম কুমার সরকার বলেন, “১২ জন সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে দোষীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড সহ ৫০ হাজার জরিমানা হয়েছে। অনাদায়ে আরও এক বছর জেল হবে।”