• ‘অভয়া’র স্মৃতিতে রাতের হাসপাতালে নারী নিরাপত্তায় জোর, বাজেটে অনুমোদিত ১৫৭ কোটি টাকা
    প্রতিদিন | ১৩ ফেব্রুয়ারি ২০২৫
  • অভিরূপ দাস: রাজ‌্য বাজেটে স্বাস্থ‌্যক্ষেত্রেও বিপুল বরাদ্দ। শহর কলকাতা থেকে প্রত‌্যন্ত জেলা, নারীদের নিরাপত্তার জন‌্য একাধিক ঘোষণা হল বুধবার। বাজেট ঘোষণায় মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য‌ জানিয়েছেন, রাতে স্বাস্থ‌্যক্ষেত্রে যে সমস্ত মহিলারা চাকরি করেন তাঁদের নিরাপত্তার জন‌্য তৈরি করা হয়েছে ‘রাত্তিরের সাথী, হেল্পারস অফ দি নাইট।’ সেই প্রকল্পে অনুমোদিত হয়েছে ১৫৭ কোটি টাকা।
    বিপুল এই টাকায় কী হবে?
    বাজেটে ঘোষণা হয়েছে, ১৫৭ কোটি টাকায় জেলার প্রতিটি স্বাস্থ‌্যক্ষেত্রে মেয়েদের জন‌্য আলাদা বিশ্রাম কক্ষ, ওয়াশরুম তৈরি হবে। বাংলার প্রতিটি স্বাস্থ‌্যকেন্দ্র মুড়ে ফেলা হবে সিসিটিভিতে। পানীয় জল সরবরাহের বিশেষ ব‌্যবস্থা। স্বাস্থ‌্যকেন্দ্রের প্রতিটি কোনায় লাগানো হবে পর্যাপ্ত আলো।

    মারণ অসুখ ক‌্যানসার মোকাবিলাতেও আমজনতার পাশে বাংলার সরকার। দুনিয়া জুড়ে চওড়া হচ্ছে কর্কট রোগের থাবা। পশ্চিমবঙ্গ সরকার, মুম্বই টাটা মেমোরিয়াল হাসপাতালের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে কলকাতার এসএসকেএম এবং এবং শিলিগুড়ির নর্থ বেঙ্গল মেডিক‌্যাল কলেজে দু’টি অত‌্যাধুনিক ক‌্যানসার চিকিৎসা কেন্দ্র স্থাপনের কাজ শুরু করেছে। কয়েক কোটি টাকার চিকিৎসা এখানে নামমাত্র মূল্যে মিলবে। আগামীর ঘোষণার পাশাপাশি বাংলায় বিগত বছরের একাধিক সফলতার পরিসংখ‌্যান তুলে ধরা হয়েছে এবারের বাজেটে। বাজেটে ঘোষণা, বঙ্গে ‘চোখের আলো’ প্রকল্পে বিগত এক বছরে ১ কোটিরও বেশি মানুষ চক্ষু পরীক্ষার সুযোগ পেয়েছেন। ১৮ লক্ষ ৪৮ হাজার মানুষ বিনামূল্যে চশমা পেয়েছেন এই প্রকল্পে। ইতিমধ্যেই বাংলার ১০ টি জেলাকে ছানিমুক্ত জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে।

    বাজেটে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য‌ জানিয়েছেন, দ্রুত আরও দুটি ‘মাদার অ‌্যান্ড চাইল্ড কেয়ার হাব’ তৈরি হচ্ছে বাংলায়। বাংলায় ১১৭ টি ন‌্যায‌্য মূল্যের ওষুধের দোকান থেকে ৪৮-৮০ শতাংশ ছাড়ে ওষুধ বিক্রি হয়। প্রকল্পের সূচনা থেকে ৩ হাজার কোটি টাকার ছাড়ে ওষুধ বিক্রি হয়েছে। শুধু মর্ডান মেডিসিন নয়, আয়ুষ চিকিৎসাতেও গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে রাজ‌্য সরকার। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য‌ জানিয়েছেন, ইতিমধ্যেই হাওড়া জেলার বেলুড়ে যোগাশ্রীতে ওপিডি পরিষেবা চালু হয়ে গিয়েছে। বাংলায় স্বাস্থ‌্যসাথী প্রকল্পে অর্ন্তভুক্ত হয়েছেন সাড়ে আট কোটি মানুষ।

    মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য‌ জানিয়েছেন, ২০২৫ এর এপ্রিলের মধ্যে ১৩৭ টি ব্লক পাবলিক হেলথ ইউনিট কার্যকরী করা হবে। পাবলিক হেলথ ইউনিটগুলি থেকে ১৫ কোটিরও বেশি মানুষকে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়েছে বিগত এক বছরে।
  • Link to this news (প্রতিদিন)