ফের দুর্ঘটনা বালিতে। ট্যাক্সি ও দুটি বাইককে পিষে দিল রেডি মিক্সিং ডাম্পার। ঘটনাস্থলেই ট্যাক্সি চালক-সহ দুই জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার জেরে বিশালাকার ডাম্পারের নিচে সম্পূর্ণ দলা পাকিয়ে যায় হুলুদ রঙের ট্যাক্সিটি। পরে গ্যাস কাটার দিয়ে গাড়িটি কেটে দেহ উদ্ধার করা হয়। বুধবার মধ্য রাতের এই পথ দুর্ঘটনার ঘটনায় আঁতকে উঠেছেন ওই এলাকার বাসিন্দারা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দুর্ঘটনা ঘটে বালি থানার অন্তর্গত জি টি রোডে দেওয়ানগাজি এলাকায়। সেখানে ওই মিক্সিং ডাম্পারটি পিষে দেয় একটি ট্যাক্সি এবং দুটি বাইককে। পুলিশ জানিয়েছে, এর ফলে সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে যায় ট্যাক্সিটি। নিয়ন্ত্রণ হারিয়ে বিশালকার ডাম্পারের নিচে দলা পাকিয়ে গিয়েছিল ট্যাক্সিটি। দুর্ঘটনার খবর পেয়ে সেখানে যান পুলিশ ও দমকল আধিকারিকরা। দুর্ঘটনাস্থলে সিইএসসির কর্মীরা এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। তারপরে ডাম্পারটিকে সরানো হয় আর্থ মুভার দিয়ে । পরে গ্যাসকাটার দিয়ে ট্যাক্সি কেটে দেহ দুটি বের করা হয়। এই দুর্ঘটনায় ট্যাক্সি চালক ছাড়াও ওই গাড়ির যাত্রীও মারা গিয়েছেন।
ডাম্পারের ধাক্কায় দুটি বাইকের তিনজন আরোহীও গুরুতর জখম হন। তাঁদের হাওড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
দুর্ঘটনার জেরে দীর্ঘ যানজট লেগে যায় জিটি রোডে। পুলিশ জানিয়েছে, যানবাহন চলাচল স্বাভাবিক হলেও বৃহস্পতিবার ভোর পর্যন্ত মৃতদের পরিচয় জানা যায়নি।