চার মাস টাকা পাননি ঠিকাদাররা, মুর্শিদাবাদে বন্ধ হওয়ার উপক্রম মোদি সরকারের জল জীবন মিশন
বর্তমান | ১৩ ফেব্রুয়ারি ২০২৫
সংবাদদাতা, বহরমপুর: কেন্দ্র সরকারের জল জীবন মিশনে বাড়ি বাড়ি পানীয় জল পরিষেবার কাজ করে চার মাস কোনও টাকা পাননি মুর্শিদাবাদের কয়েকশো ঠিকাদার। বকেয়ার পরিমাণ প্রায় ২৬৫ কোটি টাকায় পৌঁছেছে বলে দাবি তাঁদের। বিশাল অঙ্কের টাকা বকেয়া পড়ে থাকায় এই জেলায় জল জীবন মিশনের কাজ প্রায় বন্ধের মুখে এসে দাঁড়িয়েছে। বকেয়া মেটানোর দাবিতে বুধবার বহরমপুরে জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের (পিএইচই) সামনে অবস্থান বিক্ষোভ করেন বিভিন্ন ঠিকাদার সংস্থাগুলি। এদিন দুপুর ১২ টা থেকে ৩টে পর্যন্ত অবস্থান বিক্ষোভের পর মিছিল করে কালেক্টরেট চত্ত্বরে যান বিক্ষোভকারীরা। পরে একটি প্রতিনিধিদল জেলাশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। পিএওচই দপ্তরের মুর্শিদাবাদ ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সুব্রত বন্ধ্যোপাধ্যায় বলেন, কেন্দ্র সরকার এই মূহূর্তে জল জীবিন মিশন প্রকল্পের বরাদ্দ বন্ধ রেখেছে। আগামী এপ্রিল মাস থেকে নতুন করে চালু হবে। আপাতত রাজ্য সরকার নিজের শেয়ার থেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে।
সারা রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদ জেলায় গ্রামীণ এলাকায় ঘরে ঘরে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দিতে জল জীবন মিশনের আওতায় কাজ চলছে। জেলার প্রায় সাড়ে তিনশোজন বৈধ ঠিকাদার ই-টেন্ডারের মাধ্যমে কাজ করছিলেন। কিন্তু গত চার মাস ধরে তাঁরা কাজের কোনও টাকা পাননি বলে অভিযোগ তুলেছেন। চার মাসে বকেয়া টাকার পরিমাণ প্রায় ২৬৫ কোটি টাকা। বকেয়া মেটানোর দাবিতে বিভিন্ন ঠিকাদার সংস্থা এক ছাতার তলায় এসে অবস্থান বিক্ষোভে সামিল হন। অতি সত্ত্বর বকেয়া মেটানোর দাবি তুললেন।
মুর্শিদাবাদ জেলা বিল্ডার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সঞ্জয় বিশ্বাস বলেন, চার মাসের বকেয়া না পেয়ে ঠিকাদারদের দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে। সকলেই চরম আর্থিক সঙ্কটে ভুগছেন। রাজ্য ও কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ প্রায় বন্ধের মুখে এসে দাঁড়িয়েছে। আমাদের দাবি দ্রুত বকেয়া টাকা মিটিয়ে জনস্বার্থে কাজের গতি আনা হোক।