• দাঁতনে হাতির হানায় মৃতের পরিবারকে ৫ লক্ষ ক্ষতিপূরণ
    বর্তমান | ১৩ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, বেলদা: হাতির হামলায় মৃত্যু হয়েছিল দাঁতনের ললিতাপুর গ্রামের রাম মুর্মুর। প্রায় ২৫দিন পর মৃতের পরিবারের হাতে তুলে দেওয়া হল ক্ষতিপূরণের চেক। বুধবার মৃতের স্ত্রী সীতা মুর্মুর হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। রাজ্য সরকারের ঘোষণা মতো পরিবারের একজনকে বনদপ্তরে চাকরি দেওয়ার কথাও এদিন জানানো হয়। 


    উল্লেখ্য, গত ১৯ জানুয়ারি দাঁতনের আঙ্গুয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় হাতির একটি দল ঢুকেছিল। সেই সময় ললিতাপুরের রাম মুর্মু(৭৬) হাতির সামনে পড়ে যান। একটি হাতি তাঁকে শুঁড়ে তুলে আছড়ে পা দিয়ে পিষে দেয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়েছিল। তবে কিছু সমস্যার কারণে এতদিন ক্ষতিপূরণ পায়নি পরিবারটি। এদিন শেষমেশ ক্ষতিপূরণের চেক পেল পরিবার। এদিন সীতাদেবীর হাতে আর্থিক ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বেলদার রেঞ্জার তৌহিদ আনসারী, আঙ্গুয়া পঞ্চায়েতের প্রধান অভিজিৎ দুয়া, পঞ্চায়েত সমিতির সদস্য তরুণ দাস প্রমুখ। বেলদার রেঞ্জার বলেন, ওই ব্যক্তির ওয়ারিশন নিয়ে কিছু সমস্যা দেখা দিয়েছিল। যে কারণে ক্ষতিপূরণ দিতে দেরি হয়ে যায়। জেলা প্রশাসন সমস্যা সমাধান করে দেওয়ায় এদিন আমরা মৃতের পরিবারের হাতে রাজ্য সরকারের ক্ষতিপূরণের টাকা তুলে দিয়েছি।
  • Link to this news (বর্তমান)