• বাড়িতেই অবৈধ মদের কাউন্টার, নলহাটিতে ধৃত মহিলা কারবারি
    বর্তমান | ১৩ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, রামপুরহাট: বসত বাড়িকেই অবৈধ বিদেশি মদের কাউন্টার করে তোলা হয়েছিল। মদ্যপায়ীরা সেই বাড়ি থেকে মদ কিনে নিয়ে যেতেন। হাতের কাছে নেশার সামগ্রী পেয়ে যুবসমাজও আসক্ত হয়ে পড়েছে। খবর পেয়ে মঙ্গলবার রাতে ঝাড়খণ্ড সীমানা লাগোয়া নলহাটির ভবানন্দপুরে ওই বাড়িতে অভিযান চালায় পুলিস। বাজেয়াপ্ত করা হল প্রচুর বিদেশি মদের বোতল। ঘটনায় এক মহিলা কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস জানিয়েছে, নামীদামি কোম্পানির বিভিন্ন সাইজের বোতল মিলিয়ে ১৯৫লিটার বিদেশি মদ উদ্ধার হয়েছে। সেগুলি অবৈধভাবে মজুত করা হয়েছিল। ধৃত অঞ্জু মণ্ডলের নামে আবগারি আইনের অধীনে একটি মামলা রুজু করা হয়েছে। তবে স্থানীয়দের দাবি, অঞ্জু নেহাতই চুনোপুঁটি। এর পিছনে আরও রাঘববোয়াল জড়িত রয়েছে। তারা প্রচুর পরিমাণে বিদেশি মদ ও গাঁজা মজুত রেখে অবৈধ কারবার চালাচ্ছে। লাগোয়া ঝাড়খণ্ড থেকে লোক এসেও তার কাছ থেকে নেশার সামগ্রী কিনে নিয়ে যায়। এলাকা সূত্রে জানা গিয়েছে, বর্তমানে ভবানন্দপুর গ্রামে মদ-গাঁজার ব্যাপক রমরমা। কয়েকবছর আগে তা ছিল না। অনুমোদন প্রাপ্ত দোকান থেকে প্রচুর পরিমাণে মদ কিনে বাড়িতে মজুত করে চড়া দামে বিক্রি করা হচ্ছে। এই গ্রাম থেকে নলহাটি শহরের দূরত্ব প্রায় ১২ কিলোমিটার। নেশার সামগ্রী হাতের কাছে সহজে মেলায় অনেকেই দূরে যেতে চায় না। তাই তারা বেশি দাম দিয়েই মদ কিনে খাচ্ছে। একইভাবে, বাড়িতে কমপক্ষে দু’-তিন কিলোগ্রাম গাঁজা মজুত করে রমরমা কারবার চালাচ্ছে আরও একজন। ফলে এই গ্রামে এখন মদ-গাঁজার রমরমা। আগে বড়রা মদ খেত। এখন হাতের কাছে পেয়ে ছোটরাও মদ-গাঁজায় আসক্ত হয়ে পড়ছে বলে গ্রামবাসীদের অভিযোগ। তার জেরে প্রায়ই প্রতিটি বাড়িতে অশান্তি লেগে রয়েছে। গ্রামঘেঁষা চন্দ্রময়ী পাহাড়। প্রতি বছরের মতো এবছরও পাহাড়কে ঘিরে গ্রাম্যমেলা বসেছে। ভবানন্দপুর ও আশপাশের গ্রাম ছাড়াও ঝাড়খণ্ডের বহু মানুষ তিনদিন ধরে চলা এই মেলা দেখতে আসেন। জোগানে যাতে টান না পড়ে, সেজন্য কারবারির প্রচুর মদ ও গাঁজা মজুত করেছে। পুলিস খবর পেয়ে তাদেরই একজনকে ধরেছে। গ্রামবাসীদের দাবি, রাঘববোয়ালদের বিরুদ্ধেও এবার ব্যবস্থা নিক পুলিস। এদের জন্য গ্রামে মদ্যপায়ী উটকো ব্যক্তির আনাগোনা বেড়েছে। মহিলারা নিরাপত্তার অভাব বোধ করেন। পাশাপাশি গ্রামের পরিবেশও ক্রমশ নষ্ট হচ্ছে।


    (উদ্ধার বিদেশি মদ। -নিজস্ব চিত্র)
  • Link to this news (বর্তমান)