• বালি-পাথর ফেলে রাস্তা দখল, দুর্ঘটনার শঙ্কা পুরাতন মালদহে
    বর্তমান | ১৩ ফেব্রুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, পুরাতন মালদহ: ব্যক্তিগত কাজের জন্য বালি পাথর ফেলে রাস্তা দখল। পুরাতন মালদহ ব্লক এবং শহরের নালাগোলা রাজ্য সড়কের রাস্তার এমনই দশা। 


    শহরের চৌরঙ্গী মোড় থেকে পুরসভাগামী রোড, পুরনো জাতীয় সড়কের মঙ্গলবাড়ি থেকে নারায়ণপুর, বিভিন্ন ওয়ার্ডের জুড়ে একই দশা হয়ে রয়েছে।  বালি ফেলে রাখায় রুটগুলি সংকীর্ণ হয়ে পড়ছে। রাস্তার উপর বালি পাথর ফেলে রাখায় পথচারীদের সমস্যা হচ্ছে। সড়ক সংকীর্ণ হয়ে পড়ায় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। 


    বুলবুলচণ্ডী থেকে আইহোর রুট খুবই গুরুত্বপূর্ণ। ওই রাস্তায় বুলবুলচণ্ডী থেকে সদরঘাট রুট শহরের মধ্যে পড়ে। সাহাপুর থেকে আইহো ব্রিজের আগে পর্যন্ত বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের অধীনে। দিনভরজুড়ে রুটে একাধিক বাস সহ বিভিন্ন যানবাহন চলে। অভিযোগ, কেউ দোকান তৈরির জন্য, কেউ বাড়ি নির্মাণের জন্য রাস্তায় বালি ফেলে রেখেছে। বিষযটি নিয়ে অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন। 


    বাচামারি জিকে হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক অমৃত ঘোষ বলেন, যারা বালি রাখছে তাদের নাগরিক চেতনা বোধ থাকা দরকার। বালিতে বাইক বা স্কুটারের চাকা বেশি স্লিপ করে। এতে দুর্ঘটনা ঘটতে পারে। 


    নালাগোলা রাজ্য সড়কের পূর্তদপ্তরের এক আধিকারিক বলেন, বিষয়টি আমিও দেখেছি। নালাগোলা রুটে রাস্তায় বালি ফেলে রাখা হয়েছে। আমরা খুব দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে। - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)